২৫ বছরে প্রথম আলোতে বাংলাদেশ

প্রথম আলো যাত্রা শুরু করে ৪ নভেম্বর ১৯৯৮-এ। নানা চড়াই-উতরাই পেরিয়ে এগিয়ে চলছে প্রথম আলো। এ বছর প্রতিষ্ঠানটির রজতজয়ন্তী। এ উপলক্ষে ২৫ বছরের ২৫টি ছবি নিয়ে এই গল্প, এতে ওঠে এসেছে আলোচিত নানা বিষয়।

১ / ২৬
ফ্রান্সের প্যারিসে ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেসকোর সর্বসম্মত সিদ্ধান্ত হয়, একুশে ফেব্রুয়ারি এখন থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
২ / ২৬
যুক্তরাষ্ট্রের প্রথম কোনো প্রেসিডেন্ট হিসেবে বিল ক্লিনটন বাংলাদেশ সফর করেন। ২০ মার্চ, ২০০০
ছবি: সংগৃহীত
৩ / ২৬
২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা চালানো হয়। সেদিন হামলায় ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়। হাসপাতালে মারা যান একজন। এ ঘটনায় করা মামলায় ২০১৪ সালের ২৩ জুন জঙ্গিগোষ্ঠী হরকাতুল জিহাদের (হুজি-বি) শীর্ষ নেতা মুফতি হান্নানসহ ৮ জনকে মৃত্যুদণ্ড ও ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।
৪ / ২৬
২০০০ সালে অ্যাসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়ক তহবিল গঠিত হয়। ব্যাপক প্রচারণা ও জনসচেতনার প্রেক্ষাপটে দেশের নীতিনির্ধারকেরা অ্যাসিড কেনাবেচায় কড়াকড়ি আরোপ করে বিধিবিধান জারি করেন ২০০২ সালে। অ্যাসিড নিক্ষেপকে গুরুতর অপরাধের তালিকায় আনা হয়। এটিকে জামিন অযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়। সেই সঙ্গে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান চালু হয়
ছবি : ০৮ মার্চ , ২০০২
৫ / ২৬
বাংলাদেশের ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় অর্জন সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়। অস্ট্রিয়ান কোচ জর্জ কোটানের অধীনে প্রথম ও শেষবারের মতো দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্ব বাংলাদেশ নিজেদের করে নিয়েছিল ২০০৩ সালে। ফাইনাল নির্ধারিত সময় ১-১ গোলে অমীমাংসিত থাকলেও মালদ্বীপকে টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে হারিয়ে জানুয়ারির সেই শীতল সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের দর্শকদের আনন্দে ভাসিয়েছিলেন হাসান আল মামুন-আমিনুল-সুজন-আলফাজরা। ২০ জানুয়ারি, ২০০৩
ছবি: এএফপি
৬ / ২৬
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। এতে দলের নেতা-কর্মীসহ ২৪ জন নিহত হন। আহত হন তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাসহ কয়েক শ নেতা-কর্মী। হামলার ১৪ বছর পর নৃশংস সেই হত্যাযজ্ঞের ঘটনায় বিচারিক আদালতে রায় হয়। এখন মামলাটি হাইকোর্টে চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় আছে।
৭ / ২৬
গঠনমূলক সামাজিক পরিবর্তনে গণমাধ্যমকে কাজে লাগানোর স্বীকৃতি হিসেবে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে ভূষিত করা হলো র্যামন ম্যাগসাইসাই পুরস্কারে। ম্যানিলা, ফিলিপাইন, ১ আগস্ট ২০০৫
৮ / ২৬
বাংলাদেশের ঘরে আসে প্রথম নোবেল পুরস্কার। ক্ষুদ্রঋণ ধারণার জনক হিসেবে দারিদ্র্য নিরসনে অসাধারণ ভূমিকা রাখায় ড. মুহাম্মদ ইউনূস এবং তাঁর গড়ে তোলা প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংককে এই সম্মানে ভূষিত করে নরওয়ের নোবেল শান্তি কমিটি। ১৩ অক্টোবর, ২০০৬ অসলো, নরওয়ে
৯ / ২৬
২০০৭ সালের ১১ জানুয়ারি দেশে জারি হয় জরুরি অবস্থা। গঠিত হয় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন এই সরকার এক–এগারো নামে পরিচিতি পায়। ছবিতে বঙ্গভবন এলাকায় সেনা টহল
১০ / ২৬
২০০৮ সালের ২৯ ডিসেম্বর নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট নিরঙ্কুশ জয় পায়। পরের মাসের ৬ তারিখ দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শেখ হাসিনা
ছবি: এএফপি
১১ / ২৬
কাঁধে ভারী কফিন আরও ভারী হয়ে উঠেছে অসহ্য বেদনায়। পিলখানায় নির্মম হত্যাযজ্ঞের শিকার এক সহকর্মীর কফিন বইতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এই সামরিক কর্মকর্তা। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের (বর্তমান নাম বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি) সদর দপ্তর পিলখানাসহ দেশের বিভিন্ন স্থানে বিদ্রোহ হয়। দুই দিনব্যাপী ওই বিদ্রোহে বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট নিহত হন ৭৪ জন।
১২ / ২৬
পুরান ঢাকার নিমতলীর ৪৩ নবাব কাটরার পাঁচতলা ভবনের নিচতলায় রাসায়নিকের গুদামে আগুন লেগে তা মুহূর্তেই আশপাশের ভবনগুলোয় ছড়িয়ে পড়ে ১২৪ জন মানুষ প্রাণ হারান। ৩ জুন, ২০১০
১৩ / ২৬
সংসদে পাস হয় ঢাকা সিটি করপোরেশন বিল। সংশোধিত আইন অনুযায়ী, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ নামে আলাদা দুটি সিটি করপোরেশন হয়। ২৯ নভেম্বর, ২০১১
১৪ / ২৬
মধ্যরাতে হামলা ও অগ্নিসংযোগে ধ্বংস করা হয় কক্সবাজারের রামু উপজেলার প্রাচীন ১২টি বৌদ্ধবিহার। পরের দিন উখিয়া ও টেকনাফের আরও সাতটি বৌদ্ধবিহার ও হিন্দু মন্দিরে অগ্নিসংযোগ করা হয়। ২৯ সেপ্টেম্বর, ২০১২
১৫ / ২৬
দেশের ইতিহাসের সবচেয়ে বড় শিল্প দুর্ঘটনা সাভারের রানা প্লাজা ধস। ২০১৩ সালের ২৪ এপ্রিল সেই ঘটনায় রানা প্লাজায় থাকা পাঁচটি পোশাক কারখানার ১ হাজার ১৩৮ জন শ্রমিক মারা যান। অনেকে পঙ্গুত্ববরণ করেন। ওই ঘটনায় তিনটি মামলা হয়েছিল। বিচারকাজও এখনো শেষ হয়নি।
১৬ / ২৬
দেশে সবচেয়ে আলোচিত অপরাধ ছিল নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনা। সরকারের ‘এলিট বাহিনী’ বলে পরিচিত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) স্থানীয় কয়েকজন সদস্য সরাসরি এই খুনের সঙ্গে জড়িত ছিলেন বলে তদন্তে প্রমাণিত হয়েছে। ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ শহরের কাছ থেকে পৌর কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করেন র্যাব-১১–এর কতিপয় সদস্য। এর তিন দিন পর সাতজনেরই মৃতদেহ শীতলক্ষ্যা নদীতে পাওয়া যায়।
১৭ / ২৬
রাত তখন ১২টা ১ মিনিট। লালমনিরহাট জেলার পাটগ্রামে কামারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হাজারো কণ্ঠে প্রতিধ্বনিত হলো ‘আর নয় ছিটবাসী, আমরা সবাই বাংলাদেশি’। মোমবাতি জ্বালিয়ে মশাল হাতে মুক্তির আনন্দে মাতেন তাঁরা। ২০১৫ সালের ৩১ জুলাই মধ্যরাতে বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে যুক্ত হন ভারতের ১১১টি ছিটমহলের নাগরিকেরা। অন্যদিকে ভারতের সঙ্গে যুক্ত হন বাংলাদেশের ৫১টি ছিটমহলের বাসিন্দারা।
১৮ / ২৬
রাজধানীর গুলশানের হোলি আর্টিজান বেকারিতে ঢুকে অস্ত্রের মুখে দেশি-বিদেশি অতিথিদের জিম্মি করে জঙ্গিরা। সেখানে তারা কুপিয়ে ও গুলি করে ২০ দেশি-বিদেশি নাগরিককে হত্যা করে; যাঁদের মধ্যে নয়জন ইতালির, সাতজন জাপানের, একজন ভারতীয় ও তিনজন বাংলাদেশি। সেই রাতে জিম্মিদের মুক্ত করতে শুরুতে অভিযান চালাতে গিয়ে পুলিশের দুই কর্মকর্তাও নিহত হন। হামলার সময় ‘হোলি আর্টিজান বেকারি’র সামনে পড়ে ছিলেন এক ব্যক্তি। ১ জুলাই, ২০১৬
১৯ / ২৬
রোহিঙ্গাদের ওপর ২০১৭ সালের ২৫ আগস্ট সাম্প্রতিক ইতিহাসের ভয়াবহ নৃশংসতা শুরু করে মিয়ানমার সেনাবাহিনী। নির্বিচার খুন, গণধর্ষণ ও হেলিকপ্টার থেকে দাহ্য পদার্থ দিয়ে রাখাইনের জনপদ নিশ্চিহ্ন করার অভিযানে নামে মিয়ানমার। জাতিসংঘের ভাষায় ‘গণহত্যা’ আর ‘জাতিগত নিধন’ থেকে প্রাণ বাঁচাতে মাত্র তিন মাসের ব্যবধানে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়।
ছবি: সংগৃহীত
২০ / ২৬
রাজধানীর সার্ক ফোয়ারার কাছে ঢাকা নগরীর দুর্বিনীত যান কেড়ে নেয় ২১ বছরের রাজীবের ডান হাত। বেলা তখন সোয়া একটা। ভিড়ের কারণে রাজীব দাঁড়িয়ে ছিলেন বিআরটিসির দোতলা বাসের পেছনের ফটকে। হাতটি বেরিয়েছিল সামান্য বাইরে। হঠাৎই পেছন থেকে একটি বাস বিআরটিসির বাসটিকে পেরিয়ে যাওয়ার বা ওভারটেক করার জন্য বাঁ দিক গা ঘেঁষে পড়ে। দুই বাসের প্রবল চাপে রাজীবের হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ১৬ এপ্রিল দিবাগত রাতে তিনি মারা যান। ৩ এপ্রিল, ২০১৮
২১ / ২৬
৩০ টাকার পেঁয়াজ ২৫০ টাকায় উঠে নজিরবিহীন এক পরিস্থিতির তৈরি করেছিল। ভারত রপ্তানি বন্ধ করে দেওয়ার পর চীন ও মিসর থেকে পেঁয়াজ আনা হয়। ২০১৯ সালের ১৬ নভেম্বর লাল ও কালচে লাল রঙের বড় আকারের এই পেঁয়াজটির ওজন ছিল ৩৫০ গ্রাম, প্রতিটির দাম ৭০ টাকা।
২২ / ২৬
দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে সবার মধ্যে মৃত্যু–আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে এটি মহামারিতে রূপ নেয়। শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষকে নতুন বাস্তবতা, নতুন মানসিক সংকটের মধ্যে ফেলে। অফিসের কাজ হয়েছে ঘরে বসে। শিশুরা স্কুল করেছে বাড়িতে। পরিবারের সদস্য, প্রিয়জন, বন্ধু বা সহকর্মীদের সঙ্গে মেলামেশা বন্ধ হয়ে যায় সংক্রমণের ভয়ে। এমন পরিস্থিতিতে মুগদা হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরা আট রোগীকে হাততালি দিয়ে বিদায় জানান হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।
২৩ / ২৬
পেশাগত দায়িত্ব পালনের জন্য ২০২১ সালের ১৭ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সেখানে পাঁচ ঘণ্টার বেশি সময় আটকে রেখে হেনস্তা করা হয়। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। রাতেই তাঁকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। দেওয়া হয় তাঁর বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা হয়েছে। গ্রেপ্তারের পর আদালত থেকে কারাগারে নেওয়ার উদ্দেশ্যে তাঁকে প্রিজন ভ্যানে তোলা হয়। ২৩ মে জামিনে মুক্তি পান তিনি।
২৪ / ২৬
স্বপ্নের পদ্মা সেতু। এই সেতু শুধু একটি বড় অবকাঠামো নয়, এটি বিদেশি অর্থায়ন ছাড়া প্রথমবারের মতো বাস্তবায়িত বাংলাদেশের একটি ‘মেগা’ প্রকল্প। বাংলাদেশের দীর্ঘতম এই সেতু দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৯টি জেলাকে সড়কপথে সরাসরি সংযুক্ত করেছে। ২০২২ সালের ২৫ জুন সেতুটির উদ্বোধন হয়।
২৫ / ২৬
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। শুধু দেশেই প্রথম নয়, দক্ষিণ এশিয়ায় নদীর তলদেশে প্রথম সড়ক টানেল এটি। এই টানেল চট্টগ্রাম নগরের পতেঙ্গা থেকে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে আনোয়ারা উপজেলাকে যুক্ত করেছে। ফলে দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারে সাগর উপকূল ঘিরে শিল্পের নতুন দুয়ার খুলে গেছে। ২৮ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানেলের উদ্বোধন করেন।
২৬ / ২৬
প্রথম আলোর প্রথম দিনের প্রথম পৃষ্ঠা। অভিনন্দন জানিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। অগণিত মানুষ জানালেন শুভকামনা। ৪ নভেম্বর, ১৯৯৮