১ / ১৪
গরমে ঘেমে একাকার এই ভ্যানচালক গামছা দিয়ে ঘাম মুছে নিচ্ছেন। শাহজালাল সেতু, সিলেট।
২ / ১৪
ভাদ্রের রোদ থেকে একটু স্বস্তি পেতে গামলা দিয়ে মাথা ঢেকে রিকশায় যাচ্ছেন এই নারী। শাহজালাল সেতু, সিলেট।
৩ / ১৪
প্রখর রোদে মাথায় গামছা দিয়ে ভ্যানে করে কলা বিক্রির জন্য বেরিয়েছেন এই বিক্রেতা। শাহজালাল সেতু, সিলেট।
৪ / ১৪
কড়া রোদে চলা দায়। তাই ছাতা মাথায় দিয়ে পথ চলছেন অনেকেই। শাহজালাল সেতু, সিলেট।
৫ / ১৪
গরমে অতিষ্ঠ সিএনজিচালিত অটোরিকশাচালক মাথায় পানি ঢেলে শীতল হওয়ার চেষ্টা করছেন। হুমায়ুন রশীদ চত্বর, সিলেট।
৬ / ১৪
ছাতা মাথায় দিয়ে শিক্ষার্থীদের স্কুলে নিয়ে যাচ্ছেন অভিভাবক। ঝালোপাড়া, সিলেট।
৭ / ১৪
মাথায় মাথাল দিয়ে যাত্রীর অপেক্ষায় মাঝি। সুরমা নদীর কালীঘাট, সিলেট।
৮ / ১৪
প্রখর রোদে মাথায় মাথাল দিয়ে নৌকায় চালাচ্ছেন মাঝি। সুরমা নদীর কালীঘাট, সিলেট।
৯ / ১৪
তৃষ্ণা মেটাতে আইসক্রিম কিনছে এই শিশুশিক্ষার্থী। ভার্থখলা, সিলেট।
১০ / ১৪
অসহনীয় গরমে ক্লান্ত মানুষ সিলেট রেলস্টেশনের প্ল্যাটফর্মে নিজেকে জিরিয়ে নিচ্ছেন।
১১ / ১৪
পানির পাইপে মুখ লাগিয়ে তৃষ্ণা মেটাচ্ছে পায়রাটি। সিলেট রেলস্টেশন এলাকা।
১২ / ১৪
গরমে ক্লান্ত হয়ে গাছের ছায়ায় ঘুমিয়ে পড়েছে এই রিকশাচালক। সিলেট রেলস্টেশন এলাকা।
১৩ / ১৪
গরমে কাহিল হয়ে স্টেশনের প্ল্যাটফর্মে শুয়ে পড়েছেন দুই যাত্রী।
১৪ / ১৪
তপ্ত দুপুরে পুকুরে গোসল করছে এক শিশু। খোজারখলা এলাকা, সিলেট।