নগরীতে শাকের খেত

চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলীতে লালশাক, পালংশাক, কলমিশাকসহ বিভিন্ন রকমের শাক উৎপাদন করা হয়। চট্টগ্রামের বিভিন্ন জায়গার ব্যবসায়ীরা এখান থেকে শাক কিনে বিক্রির জন্য নিয়ে যান। তা ছাড়া রপ্তানি করার জন্যও এখান থেকে বিভিন্ন প্রতিষ্ঠান শাক কিনে নিয়ে যাওয়া হয়।

১ / ৭
শাক তুলতে ভোর থেকেই মাঠে হাজির তাঁরা।
২ / ৭
শাক তোলার কাজে ব্যস্ত শ্রমিকেরা।
৩ / ৭
লালশাক তোলার পর এক জায়গায় জড়ো করে রাখা হয়েছে।
৪ / ৭
জমিতে কলমিশাক।
৫ / ৭
খেত থেকে তোলা শাক মাথায় করে নিয়ে যাচ্ছেন দুজন।
৬ / ৭
বিক্রির জন্য নেওয়ার আগে শাকগুলো পরিষ্কার পানিতে ধোয়া হয়।
৭ / ৭
সিএনজিচালিত অটোরিকশায় করে শাক নিয়ে যাচ্ছেন পাইকারি ব্যবসায়ী।