ময়মনসিংহের শশী লজে এক বেলা
ময়মনসিংহ শহরে শশী লজ নামের বিলাসবহুল প্রাসাদ নির্মাণ করেছিলেন মুক্তাগাছার জমিদার মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরী। ১৮৯৭ সালের ভূমিকম্পে শশী লজ বিধ্বস্ত হয়। ১৯০৫–১৯১১ সালের মধ্যে একই স্থানে প্রাসাদ পুনর্নির্মাণ করেন সূর্যকান্তর দত্তক পুত্র মহারাজা শশীকান্ত। প্রায় ৯ একর জমির ওপর প্রতিষ্ঠিত শশী লজ। ১৯৮৯ সালে শশী লজকে সংরক্ষিত পুরাকীর্তি ঘোষণা করে সরকার। পরবর্তী সময়ে শশী লজকে জাদুঘর করা হয়। সম্প্রতি শশী লজে এক বেলা ঘুরে ছবিগুলো তোলা।
১ / ৯
২ / ৯
৩ / ৯
৪ / ৯
৫ / ৯
৬ / ৯
৭ / ৯
৮ / ৯
৯ / ৯