ময়মনসিংহের শশী লজে এক বেলা

ময়মনসিংহ শহরে শশী লজ নামের বিলাসবহুল প্রাসাদ নির্মাণ করেছিলেন মুক্তাগাছার জমিদার মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরী। ১৮৯৭ সালের ভূমিকম্পে শশী লজ বিধ্বস্ত হয়। ১৯০৫–১৯১১ সালের মধ্যে একই স্থানে প্রাসাদ পুনর্নির্মাণ করেন সূর্যকান্তর দত্তক পুত্র মহারাজা শশীকান্ত। প্রায় ৯ একর জমির ওপর প্রতিষ্ঠিত শশী লজ। ১৯৮৯ সালে শশী লজকে সংরক্ষিত পুরাকীর্তি ঘোষণা করে সরকার। পরবর্তী সময়ে শশী লজকে জাদুঘর করা হয়। সম্প্রতি শশী লজে এক বেলা ঘুরে ছবিগুলো তোলা।

১ / ৯
শশী লজ প্রাসাদের প্রবেশমুখে অর্ধবৃত্তাকার খিলানাকৃতির তোরণ
২ / ৯
প্রাসাদের সামনের অংশজুড়ে রয়েছে বাগান
৩ / ৯
প্রাসাদের প্রবেশমুখের বাঁ দিকে রয়েছে শশী লজের ইতিহাসফলক
৪ / ৯
শশী লজের ফোয়ারা। এখানে ভেনাসের ভাস্কর্য ছিল, যা গত ৫ আগস্ট ভেঙে ফেলা হয়
৫ / ৯
প্রসাদ ঘুরে দেখছেন দর্শনার্থীরা
৬ / ৯
প্রাসাদের পেছন দিকে পুকুরপাড়ে নাগলিঙ্গমগাছে ফুটেছে ফুল
৭ / ৯
প্রাসাদের পেছন দিকে বড় পুকুর। এখানে রয়েছে স্নানঘর
৮ / ৯
শশী লজের পেছনের অংশ
৯ / ৯
শশী লজ জাদুঘরে একটি গ্রামোফোন সাজিয়ে রাখা হয়েছে