গাজর ধোয়ায় যন্ত্রের ব্যবহার

বগুড়া জেলা সদর থানার মন্ডলধরন, জয় বাংলা হাট, গাবতলী থানার মধ্যকাতুলী, চককাতুলী, পাঁচকাতুলী ও তেঁতুলগাছি এলাকায় প্রচুর গাজরের আবাদ হয়েছে। এসব এলাকার গাজর তুলে ধোয়ার কাজে কৃষকেরা যন্ত্রের ব্যবহার শুরু করেছেন। দুই বছর আগে মাঠ থেকে গাজর তুলে পা দিয়ে মাড়িয়ে গাজরের গায়ের মাটি ছাড়ানো হতো। এখন সেখানে যন্ত্রের ব্যবহার শুরু হয়েছে। এতে স্বল্প সময়ে অধিক গাজর ধুয়ে বাজারজাত করতে পারছেন কৃষকেরা।

১ / ১০
দিগন্তজোড়া গাজরখেত
২ / ১০
মাঠ থেকে তোলা গাজর বস্তায় ভরছেন কৃষকেরা
৩ / ১০
কেটে ফেলা গাজরগাছের অংশ গৃহপালিত পশুর জন্য সংগ্রহ করা হয়
৪ / ১০
ট্রলি ভরে মাঠ থেকে গৃহস্থের ঘরে এসেছে গাজর
৫ / ১০
শ্রমিকেরা যন্ত্রে ঢেলে দিচ্ছেন গাজর
৬ / ১০
গাজর পরিষ্কারের জন্য যন্ত্রে পানি দেওয়া হচ্ছে
৭ / ১০
যন্ত্র থেকে ধুয়ে বের হচ্ছে গাজর
৮ / ১০
ধোয়ার পর ছোট–বড় গাজর বাছাই করা হবে এখান থেকে
৯ / ১০
বিভিন্ন স্থানে নেওয়ার জন্য গাজরের ডালি নেওয়া হচ্ছে
১০ / ১০
দেশে বিভিন্ন বড় বড় বাজারে বিক্রির জন্য গাজর নেওয়ার প্রস্তুতি চলছে