চট্টগ্রাম বন্দরের কর্মব্যস্ততা

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের বিশাল এলাকাজুড়ে থরে থরে সাজিয়ে রাখা হয়েছে কনটেইনার। সেখানে নানা যন্ত্রপাতি দিয়ে চলছে এসব কনটেইনার ওঠানো-নামানোর কাজ। পাশে চলছে জাহাজ থেকে কনটেইনার নামানোর কাজ। ইয়ার্ডের ভেতরে কিছু শ্রমিক ব্যস্ত পানিনিষ্কাশনের জন্য নালা ঠিক করার কাজে। এমন নানা কাজে পুরো টার্মিনালে চলছে কর্মব্যস্ততা। কিছু স্থানে তিনটি, আবার কোনো ক্ষেত্রে চারটি করে একটির ওপর একটি কনটেইনার রাখা হয়েছে। বন্দরের অন্যান্য টার্মিনালে চলছে জাহাজ থেকে পণ্য ওঠানো–নামানোর কাজ। বন্দরজুড়ে ব্যস্ততার কিছু চিত্র নিয়ে এই ছবির গল্প

১ / ১০
সারিবদ্ধভাবে রাখা কনটেইনার
২ / ১০
সারিবদ্ধভাবে রাখা কনটেইনারের মাঝখানে রাখা হয় সরু জায়গা
৩ / ১০
এই যন্ত্রের সাহায্যে একটির ওপর আরেকটি কনটেইনার রাখা হয়
৪ / ১০
সারিবদ্ধভাবে রাখা কনটেইনারের আরেকটি সারি
৫ / ১০
বিশাল এলাকাজুড়ে রাখা কনটেইনারের সারি
৬ / ১০
কিছু জায়গায় রাখা হয়েছে একটির ওপর আরেকটি উঠিয়ে চার-পাঁচটি কনটেইনার
৭ / ১০
পানিনিষ্কাশনের জন্য নালা ঠিক করার কাজ করছেন কয়েকজন শ্রমিক
৮ / ১০
আলাদাভাবে রাখা একটি কনটেইনার
৯ / ১০
বন্দরের পুরোনো ৩ নম্বর জেটিতে চলছে পণ্য নামানোর কাজ
১০ / ১০
জাহাজ থেকে নামিয়ে কনটেইনার ট্রাকে করে নেওয়া হয়