সন্তানসহ কারখানায় কাজ করছেন মায়েরা

ব্যবহৃত প্লাস্টিকের বোতল ও পণ্য পুনর্ব্যবহারের উপযোগী করে তোলা এখন বেশ লাভজনক একটি ব্যবসা। রাজধানীর লালবাগ, হাজারীবাগ ও রায়েরবাজার বেড়িবাঁধ এলাকায় রয়েছে বেশ কিছু কারখানা। এসব কারখানার বেশির ভাগ শ্রমিকই নারী। অনেক নারী শ্রমিককে সন্তানকে সঙ্গে নিয়েই কারখানায় কাজে আসতে হয়।

১ / ৮
কারখানায় ব্যবহৃত প্লাস্টিকের বোতল ও পণ্য বাছাইয়ের কাজ করছেন কয়েকজন নারী শ্রমিক।
২ / ৮
ফেলে দেওয়া তেলের বোতল থেকে তেল সংগ্রহ করেছেন একজন নারী।
৩ / ৮
বিভিন্ন বয়সের নারীরা কাজ করেন এসব কারখানায়। অনেকে শিশুসন্তানকে সঙ্গে নিয়ে আসেন।
৪ / ৮
মা কাজে ব্যস্ত, পাশে বসে প্লাস্টিকের বোতল নিয়ে খেলছে এক শিশু।
৫ / ৮
কারখানায় সন্তান কোলে একজন নারী শ্রমিক।
৬ / ৮
প্লাস্টিকের এমন স্তূপের মধ্যে কাজ করতে হয় শ্রমিকদের।
৭ / ৮
শিশুদের রাখার আলাদা কোনো ব্যবস্থা নেই। মেয়েকে কোলে নিয়েই কাজ করছেন এই শ্রমিক।
৮ / ৮
সন্তানদের সঙ্গে নিয়েই কারখানায় দুপুরের খাবার খাচ্ছেন কয়েকজন নারী শ্রমিক।