চা-বাগানের শিশুদের ঘুড়ি ওড়ানো

চা-বাগানের শিশু তারা। সবুজ চা-বাগানের মেঠো পথ, টিলায় বেড়ে ওঠা তাদের জীবন। খেলাধুলা থেকে শুরু করে দিনের সবটুকু সময় কাটে চা-বাগানে। সময়-অসময়ে নিজেদের মধ্যে নানান খেলায় ব্যস্ত থাকে চা-বাগানের শিশুরা। নিজের তৈরি ঘুড়ি আর নাটাই হাতে বাগানের ভেতরে নিজের মতো করে ঘুড়ি ওড়াচ্ছে শিশুরা। চা-বাগানে এই শিশুদের ঘুড়ি ওড়ানো নিয়ে ছবির গল্প।

১ / ১০
ওড়ানোর জন্য ঘুড়ি নিয়ে এসেছে এক শিশু।
২ / ১০
নাটাই হাতে ঘুড়ির দিকে চোখ শিশুটির।
৩ / ১০
আকাশে উড়ছে সেই ঘুড়ি।
৪ / ১০
এবার আরেক কিশোর ঘুড়ি নিয়ে এসেছে।
৫ / ১০
টিলার ওপর দাঁড়িয়ে চলছে ঘুড়ি ওড়ানো।
৬ / ১০
পলিথিন দিয়ে নিজেই ঘুড়ি তৈরি করছে।
৭ / ১০
ঘুড়ি ছিঁড়ে পড়ছে চা-গাছের ওপর।
৮ / ১০
প্লাস্টিকের বোতল দিয়ে বানানো নাটাই।
৯ / ১০
ছেঁড়া ঘুড়ি মেরামত চলছে।
১০ / ১০
ঘুড়ি নিয়ে বাড়ির পথে।