মসলা হলুদ সেদ্ধ শুকানো

মসলার মধ্যে অন্যতম হলো হলুদ। প্রতিদিনের রান্নায় হলুদের ব্যবহার হয় সবচেয়ে বেশি। মসলা ছাড়াও অনেক ধরনের প্রসাধনী কাজে ও রংশিল্পের কাঁচামাল হিসেবেও হলুদের ব্যবহার দিন দিন বাড়ছে। শিবগঞ্জে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার উথুলী, রথবাড়ী, নারায়ণপুর, রহবল, দেউলী, ময়দানহাটা, সৈয়দপুর, মোকামতলা এলাকায় হলুদের আবাদ বেশি হয়। চলতি বছরে উপজেলায় প্রায় ৩০০ হেক্টর জমিতে হলুদ চাষ হয়েছে। বগুড়ার হলুদ মাঠ থেকে তোলার পর সেদ্ধ ও শুকানো নিয়ে ছবির গল্প

১ / ৮
মাঠে হলুদ পুষ্ট হয়েছে কি না, দেখে নিচ্ছেন জসিম মোল্লা। সেই জমিতে কলার সঙ্গে সাথি ফসল হিসেবে হলুদের আবাদ করা হয়েছে
২ / ৮
ট্রেতে হলুদ ভরছেন এক কৃষক
৩ / ৮
হলুদ সেদ্ধ করছেন সূচনা বেগম। প্রতি ড্রাম সেদ্ধ করে মজুরি মেলে ৪০ টাকা
৪ / ৮
হলুদ সেদ্ধর কাজে চলে দিনভর ব্যস্ততা
৫ / ৮
শুকিয়ে রাঙা হলুদ
৬ / ৮
হলুদ বাছাই করছেন কৃষক
৭ / ৮
সেদ্ধ করার জন্য নেওয়া হচ্ছে স্তূপ করে রাখা হলুদ
৮ / ৮
হলুদ পাহারা দিচ্ছেন এক কিষানি