হাতিরঝিলে শত শত মরা মাছ
রাজধানীর হাতিরঝিলে গতকাল শনিবার বিকেল থেকে মাছ মরে ভেসে উঠতে থাকে। আজ রোববার সকালে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের পেছনের অংশে মরা এসব তেলাপিয়া মাছ উঠিয়ে মাটিচাপা দিতে দেখা যায় ঝিলের রক্ষণাবেক্ষণে থাকা কর্মীদের। তাঁরা জানান, গত শুক্রবারের বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসা পানিতে মাছগুলো মরেছে। তাঁদের দাবি, প্রতিবছরই ভারী বৃষ্টিপাতে রাজধানীর অন্য এলাকা থেকে আসা পানিতে মাছ মরার ঘটনা ঘটে।