মহানন্দায় পাথর তোলার কর্মযজ্ঞ

পঞ্চগড়ের সীমান্তঘেঁষা উপজেলা তেঁতুলিয়ার ওপর দিয়ে বয়ে চলেছে মহানন্দা নদী। ভারতে উৎপত্তি নদীটির। এরপর প্রচুর নুড়িপাথর আর সিলিকা বালু বয়ে নিয়ে বাংলাদেশে ঢুকেছে মহানন্দা। এই নদী থেকে পাথর ও বালু তুলে জীবিকা নির্বাহ করেন প্রায় ৩০ হাজার মানুষ। তাঁদের জীবন–কর্মযজ্ঞ নিয়ে ২২ মে এসব ছবি তোলা হয়েছে—

১ / ১২
পঞ্চগড়ের বাংলাবান্ধা থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার দুই দেশের সীমানা বরাবর প্রবাহিত হয়েছে মহানন্দা নদী। এই অংশটুকু থেকেই পাথর তোলা হয়।
২ / ১২
বর্ষায় মহানন্দা বয়ে আনে ছোট-বড় পাথর। মৌসুম শেষে নদীর পানি কমে গেলে শ্রমিকেরা দল বেঁধে নেমে পড়েন পাথর তুলতে।
৩ / ১২
পাথরের খোঁজে প্রথমে লোহার সরু রড নদীর বুকে গেঁথে গেঁথে পরীক্ষা করা হয়। রড আটকে গেলে সেখানে গর্ত করে পানিতে ডুব দিয়ে পাথর তুলে আনা হয়।
৪ / ১২
গাড়ির টিউবের ভেতরে বড় লোহার চাকতি বসিয়ে বিশেষ ভেলা বানানো হয়। এসব ভেলা দিয়ে নদীর মাঝখান থেকে পাথর পাড়ে আনা হয়।
৫ / ১২
পাড়ে তারের জালির কাঁচানি দিয়ে ছেঁকে টুকরিতে পাথর ওঠান শ্রমিকেরা।
৬ / ১২
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টানা খাটুনির পর একেকজন শ্রমিক ২০ থেকে ২৫ সিএফটি পাথর তুলতে পারেন। মজুরি পান দৈনিক ৫০০ থেকে ৭০০ টাকা।
৭ / ১২
সারা দিন পাথর তোলার কাজ করেছেন। দিন শেষে নিজের টিউব নিয়ে ঘরে ফিরছেন একজন শ্রমিক।
৮ / ১২
মহানন্দার বুক থেকে তুলে আনা পাথর ট্রাক্টরে তুলছেন শ্রমিকেরা।
৯ / ১২
ঢালু রাস্তা বেয়ে পাথরবোঝাই ট্রাক্টর নিয়ে উঠতে গিয়ে বিপাকে পড়েছেন একজন চালক।
১০ / ১২
শুধু পুরুষ নয়, পাথর তোলা ও বাছাইয়ের কাজে যুক্ত আছেন নারীরাও।
১১ / ১২
বাংলাবান্ধা ও তেঁতুলিয়া থেকে ট্রাকে বোঝাই করে সারা দেশে পৌঁছে যায় মহানন্দার পাথর।
১২ / ১২
মহানন্দার শাখানদী ডাহুকেও পাওয়া যায় পাথর। সেখানেও দেখা যায় এই কর্মযজ্ঞ।