শীতকালীন ফুলের চারা
বগুড়া শহরের ১২ কিলোমিটার উত্তরে মহাসড়কঘেঁষা গ্রামটির নাম গোকুল। বর্তমানে এখানে দুই শতাধিক নার্সারি আছে। গোকুল গ্রামের পাশেই ধাওয়াকোলা গ্রামের মাঠেও গড়ে উঠেছে নার্সারি। গ্লাডিওলাস, চন্দ্রমল্লিকা, গাঁদা, জারবেরা, রজনীগন্ধা, ডায়ানথাস, দোপাটি, নয়নতারা, গাজানিয়া, পিটুনিয়াসহ বাহারি ফুলের চারা বিক্রি হয়। এখন সেখানকার বিভিন্ন নার্সারিতে শীতকালীন ফুলের চারা তৈরির কাজ চলছে।
১ / ৯
২ / ৯
৩ / ৯
৪ / ৯
৫ / ৯
৬ / ৯
৭ / ৯
৮ / ৯
৯ / ৯