নিপুণ দক্ষতায় কারচুপি

ছোট ছোট ঘরের মেঝেতে পাতা কাঠের ফ্রেম। মুঠোফোনে বাজছে পছন্দের গান। কাঠের ফ্রেমের চার মাথায় আটকানো বিভিন্ন কাপড়। তার চারপাশে বসে নিপুণ দক্ষতায় করে চলেছেন কারচুপির কাজ। ঈদ সামনে রেখে কারিগরদের ব্যস্ততা বেড়েছে। একটা একটা করে পুঁতি, জরির সুতা আর চুমকির সঙ্গে সুতার মালা দিয়ে বাহারি নকশা করা শাড়ি, বোরকা ও জামা তৈরি করছেন কারিগরেরা। গত রোববার চট্টগ্রাম নগরের খুলশী ঝাউতলা এলাকা থেকে ছবিগুলো তোলা।

১ / ৯
নিপুণ হাতে চলছে কারচুপির কাজ।
২ / ৯
চুমকি দিয়ে করা হয় কারচুপির কাজ।
৩ / ৯
পাঞ্জাবির গলায় কাজ করছেন এক কারিগর।
৪ / ৯
লাল কাপরের ওপরে জরির সুতা সেলাই করা হচ্ছে।
৫ / ৯
বাহারি রঙের সুতা দিয়ে কারচুপি কাজ করা হয়।
৬ / ৯
শাড়িতে কারচুপি কাজ করা হচ্ছে।
৭ / ৯
সুতা ও পুঁতি দিয়ে পাতার নকশা তৈরি করা হচ্ছে।
৮ / ৯
জরির সুতা ও চুমকির সঙ্গে সুতার মালা দিয়ে বাহারি নকশা কাজ করছে।
৯ / ৯
ঈদ সামনে রেখে কারিগরদের ব্যস্ততা বেড়েছে।