বাবুই পাখির বাসা

‘নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর, খাসা’—রজনীকান্ত সেনের এই কবিতা তো বাবুই পাখিকে দেখেই। সারা দিন খেটে মনের সুখে নিজের বাসা বাঁধে বাবুই পাখি। সাধারণত তালগাছে বাবুই পাখি বাসা বাঁধে। খুব সুন্দর বাসা বোনে বলে এরা ‘তাঁতি পাখি’ নামেও পরিচিত। গ্রামে-গঞ্জে যেখানে তালগাছ আছে, সেখানে এই দৃশ্য নজরকাড়ে সবার। ছবিগুলো চট্টগ্রামের হাটহাজারী উপজেলার উত্তর মাদ্রাসা এলাকা থেকে তোলা।

১ / ৮
বাসা বুনতে ঘাস সংগ্রহ করছে বাবুই পাখি
২ / ৮
ঘাস নিয়ে উড়ে যাচ্ছে বাবুই
৩ / ৮
গন্তব্য তালগাছ
৪ / ৮
চলছে বাসা বোনার কাজ
৫ / ৮
বাসা বুনছে বাবুই পাখি
৬ / ৮
বাসা বুনতে ব্যস্ত ওরা
৭ / ৮
পাশাপাশি বাসা বাঁধছে দুই বাবুই
৮ / ৮
বাবুই পাখির বাসা