রমজানে জমজমাট সিলেটের কালীঘাট বাজার

সিলেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার ‘কালীঘাট বাজার’। সুরমা নদী লাগোয়া এই বাজার পবিত্র রমজান উপলক্ষে আরও জমজমাট হয়ে ওঠে। সকাল থেকে রাত পর্যন্ত চলে বেচাকেনা। পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের ভিড়ে বেচাকেনায় জমে ওঠে বাজার। সিলেটের বিভিন্ন উপজেলার ব্যবসায়ীরা এখান থেকে প্রয়োজনীয় পণ্য কিনে নিয়ে যান। জমজমাট কালীঘাট বাজার নিয়ে এই ছবির গল্প।

১ / ৯
দোকানের সামনে ছোলার বস্তা স্তূপ করে রাখা হয়েছে।
২ / ৯
ঠেলাগাড়িতে পণ্য তোলা হচ্ছে।
৩ / ৯
খোলা খেজুর রাখা হয়েছে।
৪ / ৯
আদা, রসুন, পেঁয়াজের পসরা সাজিয়ে বসে আছেন একজন বিক্রেতা।
৫ / ৯
পাইকারি দরে পেঁয়াজ বিক্রি চলছে।
৬ / ৯
ব্যস্ততা দেখা যায় খেঁজুর ও গুড়ের দোকানে।
৭ / ৯
ক্রেতাকে পণ্য বুঝিয়ে দিচ্ছেন একজন বিক্রেতা।
৮ / ৯
ভ্যানে করে নেওয়া হচ্ছে পণ্য।
৯ / ৯
ট্রাকে তোলা হচ্ছে পণ্য। এসব ট্রাক সিলেটের বিভিন্ন উপজেলায় যাবে।