সাইকেল চালিয়ে কসরত

বয়সে সবাই কিশোর–তরুণ। পড়াশোনা করছেন বগুড়া শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে। তাঁরা কয়েকজন মিলে একটি সংগঠন খুলেছেন। নাম ‘মোহাম্মদপুর স্টান্ট ভারপার্স বগুড়া ডিভিশন’। সাইকেল চালিয়ে নানান কসরত দেখান তাঁরা। সম্প্রতি বগুড়া জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সাইকেল নিয়ে কসরতে মেতে উঠতে দেখা গেল তাঁদের কয়েকজন। সেটা নিয়েই আজকের এই ছবির গল্প—

১ / ১০
কয়েকজনের ওপর দিয়ে সাইকেল নিয়ে রীতিমতো উড়ে যাচ্ছেন একজন
২ / ১০
সাইকেলের কসরত ‘হুইলি’ দেখাচ্ছেন একজন
৩ / ১০
উল্টো ঘুরে সাইকেল চালিয়ে এক শিক্ষার্থী কসরত দেখাচ্ছেন
৪ / ১০
সাইকেল চালিয়ে এ কসরতের নাম ‘ক্যাঙারু’
৫ / ১০
‘হুইলি’ দেখাতে মগ্ন এক শিক্ষার্থী
৬ / ১০
সাইকেল নিয়ে পাখির মতো উড়ে নানান কসরত করতে দেখা গেল
৭ / ১০
‘হাইচেয়ার রোলিং’ নামের কসরত দেখাচ্ছেন দুজন
৮ / ১০
সাইকেলের পেছনের চাকার ওপর ভর দিয়ে দেখানো হচ্ছে কসরত
৯ / ১০
সাইকেলের রডের ওপর বসে চলছে কসরত
১০ / ১০
চারজনকে পার করে ‘উড়ে যাচ্ছে’ সাইকেল