এত ফুল, এত রং, এত গন্ধ

ফৌজদারহাটের ডিসি পার্কে শুরু হয়েছে মাসব্যাপী ফুল উৎসব। ‘পুষ্প কাননে জুড়িয়ে ভুবন প্রাণ, ছড়াও সাম্যের গান’—এ স্লোগানে চতুর্থবারের মতো আয়োজিত ফুল উৎসব আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এবারের উৎসবে দেশি-বিদেশি ১৪০ প্রজাতির ফুল প্রদর্শিত হচ্ছে। নানা ফুলের সৌন্দর্য ও সুবাস দর্শনার্থীদের মুগ্ধ করছে। এই ফুল উৎসব নিয়ে আজকের ছবির গল্প।

১ / ১৪
ফুলসহ গাছ দিয়ে ‘ডিসি পার্ক’ লেখা হয়েছে
২ / ১৪
বিভিন্ন নকশা করে রাখা হয়েছে ফুলসহ গাছ
৩ / ১৪
উৎসবে ১৪০ প্রজাতির ফুল আছে
৪ / ১৪
উৎসবস্থল সাজাতে হরেক রকমের ছাতা ব্যবহার করা হয়েছে
৫ / ১৪
উৎসবে নানা দুর্লভ ফুলও রয়েছে
৬ / ১৪
পার্কে এসে ছবি তুলছেন নবদম্পতি
৭ / ১৪
ফুল দিয়ে ‘লাভ’ আকৃতি বানানোর স্থানে ছবি তোলা চলছে
৮ / ১৪
ডিসি পার্কের জলাশয়ে কায়াকিং করছেন দর্শনার্থীরা
৯ / ১৪
নানা প্রজাতির ফুল দর্শনার্থীদের আকৃষ্ট করছে
১০ / ১৪
পাখির আদলে বানানো কাঠামোয় ফুলগাছ
১১ / ১৪
জলাশয়ে আছে কৃত্রিম ঝরনা
১২ / ১৪
ডিসি পার্কে আছে মেরিগো রাইড
১৩ / ১৪
উৎসবে এসে দর্শনার্থীরা ফুল দেখছেন, ছবি তুলছেন
১৪ / ১৪
ফুল উৎসবে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়