ফুটপাত বেদখলে যানজট

পথচারীর ব্যবহারের জন্য হলেও ফুটপাত দখল করে নিয়েছেন অস্থায়ী দোকানদার ও হকাররা। এতে চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। এর প্রভাব পড়ছে সড়কগুলোতে। পথচারীরা ফুটপাত ছেড়ে সড়কে নেমে যাওয়ায় যানজট বাড়ছে। সম্প্রতি বগুড়া শহরে এই ছবিগুলো তোলা।

১ / ৮
বগুড়া শহরের ব্যস্ত সড়ক সাতমাথায় লেগে আছে যানজট। এটা প্রতিদিনের চিত্র। আশপাশের ফুটপাত দখল হয়ে যাওয়ায় পথচারীরাও সড়ক দিয়ে চলছেন।
২ / ৮
ফুটপাত দখল করে বসানো হয়েছে দোকান। পথচারীরা চলছেন সড়ক দিয়ে।
৩ / ৮
সড়ক দখল করে দোকান দিয়েছেন হকার।
৪ / ৮
ফুটপাতের দখল নিয়ে বসেছে ফলের দোকান। পথচারী চলছেন সড়কে।
৫ / ৮
দীর্ঘদিন সড়ক হকারদের দখলে থাকায় যানজট লেগে থাকছে।
৬ / ৮
কবি নজরুল ইসলাম সড়কে যানজট যেন নিত্যসঙ্গী।
৭ / ৮
ফুটপাত দখল করে দোকান বসিয়েছেন হকাররা।
৮ / ৮
পথচারী আর যানবাহনের চাপে যানজট সড়কে।