দুর্গম চরের অসহায় মানুষের পাশে ‘বন্ধুসভা'

শীতে তিস্তার দুর্গম চরের অসহায় মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন বন্ধুসভার সদস্যরা। প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ও আইপিডিসি ফাইন্যান্সের সহযোগিতায় লালমনিরহাটের সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের প্রত্যন্ত মাঝেরচরে কম্বল বিতরণ করেছে রংপুর বন্ধুসভা। রংপুর ও লালমনিরহাট জেলার সীমানায় অবস্থিত হওয়ায় এই চরে সচরাচর সহায়তা কম পৌঁছায়।

১ / ৯
কম্বলের বোঝা নিয়ে তিস্তার বালুচর পাড়ি দিচ্ছে ঘোড়ার গাড়ি। গন্তব্য দুর্গম মাঝেরচর।
২ / ৯
দুর্গম পথ পাড়ি দেওয়ার একটাই লক্ষ্য—শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো।
৩ / ৯
বিতরণের আগে শীতার্ত নারী-পুরুষদের সারিবদ্ধভাবে দাঁড়াতে সহায়তা করছেন বন্ধুসভার সদস্যরা।
৪ / ৯
একটু উষ্ণতার আশায় হতদরিদ্র শীতার্ত মানুষের কম্বলের জন্য অপেক্ষা।
৫ / ৯
বিতরণের জন্য কম্বল নিয়ে যাচ্ছেন বন্ধুসভার সদস্যরা।
৬ / ৯
একে একে সবার হাতে পৌঁছে দেওয়া হচ্ছে উষ্ণতার উপহার।
৭ / ৯
কম্বল পেয়ে এই বৃদ্ধার মুখে ফুটে উঠেছে স্বস্তির হাসি।
৮ / ৯
নতুন কম্বল উঁচিয়ে ধরে আনন্দ প্রকাশ করছেন চরের বাসিন্দারা।
৯ / ৯
কম্বল নিয়ে বাড়ির পথে ফিরছেন চরের বাসিন্দারা।