পাহাড়ি ফলের সমাহার

রাঙামাটির শীতের সকাল মানেই কুয়াশার চাদর সরিয়ে উঁকি দেওয়া মিষ্টি রোদ আর টাটকা পাহাড়ি ফলের সুবাস। জুমের সতেজ ফসল আর বাগানের রসালো ফলে এখন ছেয়ে গেছে শহরের বনরূপা বাজার, কলেজ গেটসহ বিভিন্ন এলাকা। পাহাড়িরা নিজেদের ফলানো বিষমুক্ত তরতাজা ফল নিয়ে ক্রেতাদের অপেক্ষায়। পাহাড়ি ফলের সমাহার নিয়ে এবারের ছবির গল্প:

১ / ৯
বনরূপা বাজারে ‘ভারত সুন্দরী’ কুলের পসরা সাজিয়ে হাসিমুখে বসে আছেন এক বিক্রেতা
২ / ৯
আলাদা করে সাজানো সূর্যমুখী পেঁপে, কাট্টোলি কলা ও অন্যান্য দেশি ফল
৩ / ৯
বোঁটায় লেগে থাকা সবুজ পাতাই বলে দেয়, কিছুক্ষণ আগেই কমলাগুলো বাগান থেকে পেড়ে আনা হয়েছে
৪ / ৯
রাঙামাটির স্থানীয় বাজারগুলোতে আতা ফলের বেচাকেনা বেড়েছে
৫ / ৯
লেবুজাতীয় ফল চাষে পাহাড়ের মাটি বেশ উপযোগী। তারই প্রমাণ যেন এই বিশাল আকৃতির জাম্বুরা
৬ / ৯
দেশি কমলার পাশাপাশি পাহাড়ের অর্থনীতিতে নতুন সম্ভাবনা জাগাচ্ছে চায়না কমলার মতো বিদেশি ফল
৭ / ৯
রাঙামাটি শহরের টিটিসি সড়কের পাশে পাকা পেঁপে আর কমলা বিক্রি করছেন এক নারী
৮ / ৯
এই সতেজ পেয়ারাগুলো স্বাদে অতুলনীয়
৯ / ৯
পাহাড়ের ঢালে ফলেছে এমন রসালো আনারস