চোখজুড়ানো বৃক্ষমেলা

প্রতিবছরের মতো রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে মাসব্যাপী বৃক্ষমেলা। এবারের জাতীয় বৃক্ষমেলার প্রতিপাদ্য ‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’। মেলার বিভিন্ন স্টলে সারি সারি সাজানো রয়েছে বনজ, ফলদ, সবজি, ঔষধিসহ দেশি-বিদেশি নানান প্রজাতির গাছ। বিক্রি হচ্ছে চেনা-অচেনা ফুল ও ফলের গাছও। এ ছাড়া রয়েছে বনসাই ও ক্যাকটাসের মতো গাছ। নানা বয়সের বৃক্ষপ্রেমীরা আসতে শুরু করেছেন এ মেলায়। স্টল ঘুরে পছন্দের গাছ কিনছেন অনেকেই।

১ / ১২
বৃক্ষমেলায় এসে পছন্দের গাছ ও বাবুই পাখির কৃত্রিম বাসা কিনেছেন এই দুজন
২ / ১২
অর্কিড দেখছেন এক নারী
৩ / ১২
আমসহ বিভিন্ন জাতের আমের চারা উঠেছে মেলায়
৪ / ১২
বিক্রির জন্য অর্কিড ঝুলিয়ে রাখা হয়েছে
৫ / ১২
পছন্দের গাছ দেখছেন এক ক্রেতা
৬ / ১২
গাছে লটকন ফল ঝুলছে। মেলায় বিক্রির জন্য আনা হয়েছে এই গাছ
৭ / ১২
বৃক্ষমেলার স্টলে সাজানো নয়নাভিরাম ক্যাকটাস
৮ / ১২
নানা ধরনের পাতাবাহারগাছও বিক্রি হচ্ছে
৯ / ১২
বিক্রির জন্য বাবুই পাখির কৃত্রিম বাসা ঝুলিয়ে রাখা হয়েছে।
১০ / ১২
ঝুলছে লতাগুল্মের গাছ
১১ / ১২
পাতাবাহারসহ নানা ধরনের গাছ উঠেছে মেলায়।
১২ / ১২
আমগাছে পানি দিচ্ছেন এই ব্যক্তি।