চোখজুড়ানো বৃক্ষমেলা
প্রতিবছরের মতো রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে মাসব্যাপী বৃক্ষমেলা। এবারের জাতীয় বৃক্ষমেলার প্রতিপাদ্য ‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’। মেলার বিভিন্ন স্টলে সারি সারি সাজানো রয়েছে বনজ, ফলদ, সবজি, ঔষধিসহ দেশি-বিদেশি নানান প্রজাতির গাছ। বিক্রি হচ্ছে চেনা-অচেনা ফুল ও ফলের গাছও। এ ছাড়া রয়েছে বনসাই ও ক্যাকটাসের মতো গাছ। নানা বয়সের বৃক্ষপ্রেমীরা আসতে শুরু করেছেন এ মেলায়। স্টল ঘুরে পছন্দের গাছ কিনছেন অনেকেই।