কুটির শিল্পের কারবার

কুমিল্লা নগরের কাপ্তান বাজারে দীর্ঘ ৩৫ বছর ধরে কুটির শিল্প নিয়ে কাজ করছেন মো. জাকির হোসেন। বাপ-দাদার কাছ থেকে এই শিল্পে হাতেখড়ি তাঁর। তখন থেকেই এর প্রতি ভালোবাসার শুরু। কুটির শিল্পের শতাধিক পণ্য তৈরি করে নিজের ভাগ্য বদলেছেন জাকির হোসেন। শুধু তা–ই নয়, কুটির শিল্প নিয়ে ১৫ বছর ধরে দরিদ্র নারীদের বিনা মূল্যে প্রশিক্ষণও দিচ্ছেন তিনি। জাকির হোসেনের কুটির শিল্প পণ্য তৈরির কারখানা নিয়ে এই ছবির গল্প।

১ / ৯
কুটির শিল্পের প্রধান কাঁচামাল বাঁশ। তা দিয়ে পণ্য তৈরির প্রস্তুতি নিচ্ছেন এক নারী।
২ / ৯
বাঁশ দিয়ে তৈরি করা হচ্ছে মগ।
৩ / ৯
বাঁশ দিয়ে ল্যাম্পশেড তৈরি করছেন এক নারী শ্রমিক।
৪ / ৯
কারখানায় বসে কাঠের তৈরি চাবির স্ট্যান্ড বানাচ্ছেন জাকির হোসেন।
৫ / ৯
বাঁশের তৈরি কলমদানিতে রং–তুলিতে আঁকা গ্রামীণ দৃশ্য।
৬ / ৯
বার্নিশ করার জন্য রাখা হয়েছে বাঁশ-বেতের তৈরি ল্যাম্পশেড।
৭ / ৯
বাঁশ, বেত ও কাঠের তৈরি ওয়ালম্যাট।
৮ / ৯
বেতের তৈরি চেয়ারসহ নানা শোভাবর্ধক পণ্য।
৯ / ৯
বেত দিয়ে শিশুদের দোলনা তৈরি করছেন জাকির হোসেন।