‘ফুটবল ফুটবল দুরন্ত ফুটবল’  

একটু আগে হয়ে গেছে এক পশলা বৃষ্টি। বাড়ির পাশের ধান কাটা জমিতে জমেছে পানি। আকাশে ভাসছে মেঘের ভেলা। টানা কয়েক দিনের বৈশাখের খরতাপ শেষে এমন আবহাওয়ায় শিশু-কিশোরেরা আনন্দে মেতে ওঠে। কাদাজলে নেমে ফুটবল খেলায় মেতে ওঠে। ছবিগুলো গতকাল শনিবার সিলেট সদরের জিলকার হাওরসংলগ্ন চানপুর এলাকা থেকে তোলা

১ / ১২
আকাশে সাদা মেঘের ভেলা। মাঠে চলছে ফুটবল খেলা।
২ / ১২
খানিক বাদে আবার নামতে পারে বৃষ্টি। তাই আগেভাগে গোল দেওয়ার তাড়া।
৩ / ১২
গোলটা মনে হয়ে দিয়েই ফেলবে। কিন্তু প্রতিপক্ষও সজাগ।
৪ / ১২
পাড়ার খেলায় বয়স কোনো বিষয় নয়।
৫ / ১২
পানিতে ফুটবল খেলা।
৬ / ১২
হাল ছেড়ে বসে পড়েছে গোলকিপার। এবার গোলটা মনে হয় হয়েই যাবে।
৭ / ১২
খেলায় মেতেছে সবাই।
৮ / ১২
জলকাদায় বল নিয়ে চলছে তুমুল লড়াই।
৯ / ১২
গোলটা এবার হয়েই গেল।
১০ / ১২
একই গোলপোস্টে আরও একটি গোল।
১১ / ১২
গোল উদ্‌যাপন।
১২ / ১২
তিনি একাই করেছেন চার গোল।