বালাসি ঘাটে বেড়ানো

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসি ঘাট। ছুটির দিনে ব্রহ্মপুত্রের তীরে এখানে ভিড় জমান অনেকে। নীল জলরাশি, খোলা আকাশ আর নৌকা ভ্রমণ—সব মিলিয়ে প্রিয়জন নিয়ে বেড়ানোর জন্য সুন্দর একটি জায়গা এটি। বালাসি ঘাট ঘুরে এসে ছবিগুলো সম্প্রতি তোলা হয়েছে।

১ / ৯
ব্রহ্মপুত্রের চরে ঘুরতে আসেন অনেকে
২ / ৯
চরে দর্শনার্থীদের বেড়ানোর জন্য রয়েছে ঘোড়ার গাড়ি
৩ / ৯
নৌকায় করে ব্রহ্মপুত্রে ঘুরছেন দর্শনার্থীরা
৪ / ৯
ঘোড়ার গাড়িতে করে চরে দল বেঁধে ঘুরছেন দর্শনার্থীরা
৫ / ৯
নৌকায় ওঠার জন্য পরিবারের সদস্যদের নিয়ে ঘাটে যাচ্ছেন একজন
৬ / ৯
প্রিয়জনের সঙ্গে নৌকা ভ্রমণের মুহূর্তটি মুঠোফোনে ধরে রাখেন অনেকে
৭ / ৯
বালাসি ঘাটে ভ্রমণপিপাসুদের ভিড়
৮ / ৯
পড়ন্ত বেলায় ব্রহ্মপুত্রের জলে নৌভ্রমণ
৯ / ৯
ব্রহ্মপুত্রে ছুটে চলেছে পণ্যবাহী নৌকা