চড়ুই পাখির ব্যস্ততা

বাসা তৈরিতে দারুণ ব্যস্ততা চড়ুই পাখির। তারা দল বেঁধে মাঠে নেমে সংগ্রহ করছে কাঁচা-পাকা ঘাস। কখনো নিজেদের মধ্যে খেলাধুলা বা ছোটখাটো ঝগড়ায় মেতে উঠছে আর কিচিরমিচির শব্দে চারপাশ জমে উঠছে। চট্টগ্রাম শহরের বন্দর ভবনে চড়ুই পাখির ব্যস্ততা নিয়ে ছবির গল্প।

১ / ১০
একটি পাখি বসে আছে, আরেকটি তার কাছে ছুটে আসছে
২ / ১০
বাসা তৈরির জন্য খড়কুটো সংগ্রহ করছে এক জোড়া চড়ুই
৩ / ১০
যেন একজনের স্থানে অন্যজন আসায় ক্ষিপ্ত এক চড়ুই
৪ / ১০
চলছে ঝগড়া
৫ / ১০
একপর্যায়ে সংঘর্ষ
৬ / ১০
একজনের নতি স্বীকার
৭ / ১০
সংঘর্ষে আহত এক চড়ুই পাখি
৮ / ১০
অহত হয়ে একটু বিশ্রামে
৯ / ১০
পানিতে গোসল করা
১০ / ১০
ঘরে ফিরে চলা