চট্টগ্রামে প্রতিমা বিসর্জন

প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো বাঙালি হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। দশভুজা দেবী দুর্গাকে আবারও মর্ত্যলোকে ফিরে পাওয়ার প্রত্যাশায় ভক্তরা চোখের জলে দেবীকে বিদায় জানান। রোববার বিকেলে চট্টগ্রামের পতেঙ্গা সৈকতে।

১ / ১৩
সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে প্রতিমা বিসর্জন দিচ্ছেন ভক্তরা
২ / ১৩
ট্রাকে করে নগরের বিভিন্ন জায়গা থাকে দুর্গাপ্রতিমা আনা হয়।
৩ / ১৩
ট্রাক থেকে নামিয়ে কাঁধে দুর্গাপ্রতিমা নেওয়া হচ্ছে সৈকতে।
৪ / ১৩
ঢাকঢোল ও সানাই বাজিয়ে দেবী দুর্গাকে বিদায় জানানো হয়
৫ / ১৩
দুর্গাপ্রতিমার পায়ে সিঁদুর দিচ্ছেন ভক্তরা
৬ / ১৩
দুর্গাপ্রতিমার হাতে দেওয়া চিঠি।
৭ / ১৩
বিসর্জনের আগে দেবী দুর্গাকে প্রণাম করছেন ভক্তরা
৮ / ১৩
একই রকমের পোশাক পরে প্রতিমা বিসর্জন দিতে এসেছেন তাঁরা
৯ / ১৩
প্রতিমা বিসর্জনের আগে ধূপ দিয়ে আরাধনা করছেন এক ভক্ত
১০ / ১৩
নেচেগেয়ে দেবী দুর্গাকে বিদান জানান ভক্তরা
১১ / ১৩
প্রতিমা বিসর্জন দিতে এসে আবির খেলায় মেতেছেন তাঁরা
১২ / ১৩
প্রতিমা বিসর্জনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক পাহারা
১৩ / ১৩
বিসর্জন দিতে দুর্গাপ্রতিমা নিয়ে সাগরে যাচ্ছেন ভক্তরা