প্রচণ্ড গরমেও বসে নেই তাঁরা

প্রচণ্ড গরমে জনজীবন অতিষ্ঠ। এরই মধ্যে বাতাসে উড়ছে ছাই। তার মধ্যে জীবিকার তাগিদে সকাল থেকে বিকেল পর্যন্ত জাহাজ থেকে ফ্লাই অ্যাশ (সিমেন্ট শিল্পের কাঁচামাল) খালাসের কাজ করে যাচ্ছেন শ্রমিকেরা। সেই ছাই চেপে বসে তাঁদের ঘর্মাক্ত শরীরে। প্রত্যেক শ্রমিক দিন শেষে মজুরি পান ৮০০ থেকে ৯০০ টাকা। গতকাল কর্ণফুলী ঘাট এলাকা থেকে ছবিগুলো তোলা।

১ / ১১
পুরো গায়ে ছাই লেগে আছে। এর মধ্যেই ছাইয়ের বস্তা মাথায় নিয়ে ছুটে চলছেন শ্রমিক।
২ / ১১
চারপাশে বাতাসে উড়ছে ছাই।
৩ / ১১
জাহাজ থেকে নামানো ছাইয়ের বস্তা নির্ধারিত জায়গায় নিয়ে যাচ্ছেন শ্রমিক।
৪ / ১১
শ্রমিকের মাথার ওপর বস্তা তুলে দেওয়ার সময় চারপাশে ছাই ছড়িয়ে পড়ে।
৫ / ১১
ছাই থেকে বাঁচতে চোখ বন্ধ করে হাঁটছেন শ্রমিক।
৬ / ১১
শ্রমিকের ঘামে ভেজা শরীরে জমে যায় ছাইয়ের আস্তরণ।
৭ / ১১
শ্রমিকের পুরো মুখ আর হাতে ছাইয়ের আস্তরণ।
৮ / ১১
ছাইয়ের কারণে কখনো কখনো চোখ খুলতেও কষ্ট হয়ে যায়।
৯ / ১১
ক্লান্ত এক শ্রমিক।
১০ / ১১
হাতে জমে থাকা ছাই।
১১ / ১১
ফ্লাই অ্যাশের বস্তা নিয়ে যাওয়ার সময় এসব কাঠি দিয়ে গণনা করা হয়।