ফুল ফাগুনে বসন্ত

ফুল ফাগুনে এল ঋতুরাজ বসন্ত। নতুন পাতা আর ফুলে ফুলে ছেয়ে গেছে গাছ। বসন্তের আগমনে নবপত্রপল্লবে শোভিত হয়ে উঠছে বনরাজি ও ফুলের বাগান। শিমুল-পলাশকে বলা হয় বসন্তের প্রতীক। বনপথে বসন্তের বনফুল—সেও এক অপরূপ বাংলার রূপ। এ সময় জীবনানন্দ দাশের ভাঁটফুলকে যে না দেখেছে, সে কখনো বুঝবে না যে জঙ্গলঝোপ আলো করার কী শক্তি রয়েছে বাংলার বনফুলগুলোর

১ / ১১
ঝোপজঙ্গলে ফুটে থাকা ভাঁটফুল আলো ছড়াচ্ছে
২ / ১১
বসন্তের ফুল পলাশ
৩ / ১১
সালভিয়া ফুলে ফড়িং
৪ / ১১
শিমুল ফুলে ফুলে ভরা গাছটি
৫ / ১১
চোখজুড়ানো স্টার ফুল
৬ / ১১
সুন্দর গোলাপ ফুল
৭ / ১১
ফুটে আছে পানাম ফুল
৮ / ১১
গাছে গাছে শোভা পাচ্ছে শজনে ফুল
৯ / ১১
চোখজুড়ানো হলুদ গাঁদা
১০ / ১১
গাছে গাছে আমের মুকুল
১১ / ১১
ঝুমকো লতার মতো ফুটেছে ফুল