নির্বাচিত আট ডিজাইনারের সৃজনশীল পোশাক নিয়ে প্রতিবছরের মতো এবারও অনুষ্ঠিত হয়েছে বার্জার-প্রথম আলো ঈদ ফ্যাশন ২০২৩। এতে পোশাক প্রদর্শনীর পাশাপাশি ছিল নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে উপস্থিত ছিলেন জাকিয়া বারী মম, আশনা হাবিব ভাবনা ও নাসির উদ্দিন খানসহ অনেকে। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। গতকাল শনিবার রাতে চট্টগ্রাম নগরের রেডিসন ব্লু চট্টগ্রাম বে-ভিউতে আয়োজন হয় এই ফ্যাশন শোয়ের। ডিজাইনারদের সৃজনশীল পোশাক পরে কিউতে ক্যাটওয়াক করেন দেশের জনপ্রিয় মডেলরা। ক্যাটওয়াক আর সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে উল্লসিত ছিল দর্শকেরা।