রাজশাহী, নওগাঁ ও বগুড়ায় তারেক রহমানের সমাবেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ১৩ দিন বাকি। এরই মধ্যে দেশজুড়ে জোরেশোরে চলছে নির্বাচনী প্রচার। এরই অংশ হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজশাহী ও বগুড়া সফর করছেন। বিভিন্ন স্থানে জনসভা ও পথসভায় আসন্ন নির্বাচনে দলের মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তিনি। রাজশাহী ও বগুড়ায় তারেক রহমানের সফর নিয়ে ছবির গল্প।

১ / ৭
রাজশাহীতে নির্বাচনী জনসভায় আসা সমর্থকদের উদ্দেশে হাত তুলে শুভেচ্ছা জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পাশে তাঁর স্ত্রী জুবাইদা রহমান। হাজী মুহম্মদ মুহসীন সরকারি বিদ্যালয় মাঠ, রাজশাহী, ২৯ জানুয়ারি
ছবি: শহীদুল ইসলাম
২ / ৭
দীর্ঘ ১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান। সকাল থেকেই ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠের সমাবেশস্থল নেতা-কর্মীদের পদচারণে মুখরিত হয়ে ওঠে। রাজশাহী, নওগাঁ হয়ে রাতে তাঁর বগুড়ায় সমাবেশে যোগ দেওয়ার কথা। ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠ, বগুড়া, ২৯ জানুয়ারি
ছবি: সোয়েল রানা
৩ / ৭
বগুড়ায় তারেক রহমানের রাত্রিযাপন উপলক্ষে নাজ গার্ডেন প্রস্তুত করা হচ্ছে। নাজ গার্ডেন, বগুড়া, ২৯ জানুয়ারি
ছবি: সোয়েল রানা
৪ / ৭
সন্ধ্যায় নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বেলা তিনটার মধ্যেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে সমাবেশস্থল। এটিএম মাঠ, নওগাঁ, ২৯ জানুয়ারি
ছবি: প্রথম আলো
৫ / ৭
রাজশাহীতে নির্বাচনী জনসভায় উপস্থিত নেতা-কর্মীরা। হাজী মুহম্মদ মুহসীন সরকারি বিদ্যালয় মাঠ, রাজশাহী, ২৯ জানুয়ারি
ছবি: শহীদুল ইসলাম
৬ / ৭
রাজশাহীতে নির্বাচনী জনসভায় উপস্থিত নেতা-কর্মীরা। হাজী মুহম্মদ মুহসীন সরকারি বিদ্যালয় মাঠ, রাজশাহী, ২৯ জানুয়ারি
ছবি: শহীদুল ইসলাম
৭ / ৭
রাজশাহীতে নির্বাচনী জনসভায় রাজশাহী অঞ্চলের প্রার্থীদের হাতে ধানের শীষ তুলে দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। হাজী মুহম্মদ মুহসীন সরকারি বিদ্যালয় মাঠ, রাজশাহী, ২৯ জানুয়ারি
ছবি: শহীদুল ইসলাম