হাটের নাম উথলী। গ্রামের নামেই হাটের নাম। প্রতিবছর অগ্রহায়ণের প্রথম দিনে এই হাটে বসে মাছের মেলা। আশপাশের ১০ থেকে ১৫টি গ্রামের মানুষ আসেন মেলায়। মেলা ঘিরে উৎসব লেগে যায় পুরো এলাকায়। মেলা থেকে মাছ কিনে মেয়েজামাইসহ স্বজনদের আপ্যায়ন করে থাকেন স্থানীয় ব্যক্তিরা। মোকামতলা-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক থেকে নেমে ইট বিছানো পথ পার হলেই মানুষের ভিড়ে পা ফেলা দায়। অর্ধশতাধিক দোকানে মাছের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথলী গ্রামের এই হাটে বসা মেলার কিছু ছবি দিয়ে সাজানো এ গল্প।
সোয়েল রানা
১ / ১৪
প্রায় ১২ কেজি ওজনের একটি কাতলা মাছ দেখিয়ে ক্রেতা আকর্ষণের চেষ্টা করছেন এক বিক্রেতা। মাছটির দাম হাঁকা হয়েছে কেজিপ্রতি ৫০০ থেকে ৬০০ টাকা করে।