ব্যস্ততা বেড়েছে জারদৌসি ও কারচুপি কারিগরদের
ঈদ সামনে রেখে দিন–রাত কাজ করছেন চট্টগ্রামের জারদৌসি ও কারচুপি কারিগরেরা। কাঠের ফ্রেমে টান টান করে আটকানো হয়েছে কাপড়। এরপর কাপড়ের ওপর নলি, পাল মতি, জরি, রেশমি সুতা, কাটা পাথর, গ্লাস ও ফেব্রিকস গ্লু দিয়ে নকশার কাজ করছেন কারিগরেরা। নিপুণ হাতের ছোঁয়ায় থ্রি–পিস, শাড়ি, ফতুয়া ও পাঞ্জাবিতে ঝলমলে নকশা তুলছেন তাঁরা। তাঁদের ব্যস্ততা নিয়ে এবারের ছবির গল্প।
১ / ৯
২ / ৯
৩ / ৯
৪ / ৯
৫ / ৯
৬ / ৯
৭ / ৯
৮ / ৯
৯ / ৯