ঝুঁকিতে চট্টগ্রামের দেওয়ানহাট সেতু

দেওয়ানহাট সেতুটি চট্টগ্রাম নগরের উত্তর ও দক্ষিণ অংশের মধ্যে যোগাযোগের প্রধান মাধ্যম। ৫০ বছর আগে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ওপর নির্মিত এ সেতু দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। গুরুত্বপূর্ণ এ সেতু নির্মাণের পর বড় কোনো সংস্কার হয়নি। এ কারণে দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এটি। এরপরও সংস্কারের দায়িত্ব নিতে রাজি নয় সরকারি কোনো সংস্থা। ছবিগুলো সম্প্রতি তোলা।

১ / ৭
পিলারে জন্মেছে পরগাছা
২ / ৭
খসে পড়েছে পিলারের পলেস্তারা
৩ / ৭
অনেক পিলারেই সৃষ্টি হয়েছে ফাটল
৪ / ৭
ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে যানবাহনকে
৫ / ৭
পরগাছায় ঢাকা পড়েছে সেতুর পিলারের অংশগুলো
৬ / ৭
সেতুর রেলিংয়েরও একাংশ ঢেকে গেছে পরগাছায়
৭ / ৭
ভেঙে গেছে ফুটপাতের লোহার বেষ্টনী