‘রেমার হুরইন’ ফুল

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট অঞ্চলে বছরের এই সময় জন্মায় রেমা ফুল। অনেক এলাকায় এটিকে ‘উলু ফুল’ ও ‘ফুলঝাড়ু’ বলে। অবশ্য সিলেটে ‘রেমার হুরইন’ নামে এটি বেশি পরিচিত। দূর থেকে সাদা কাশফুলের মতো নরম লোমশ ফুলগুলো মৃদু বাতাসে দুলতে দুলতে শুভ্র ঢেউ তৈরি করে। হেমন্ত ও শীতের সন্ধিক্ষণে এই ফুল শুধু নয়নাভিরাম দৃশ্যেই নয়, গ্রামীণ জীবনের অনেক গল্পের সঙ্গে জড়িয়ে আছে। এই ফুল দিয়ে তৈরি ঝাড়ুর বেশ চাহিদা রয়েছে। সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সীমনাপ্রাচীরের টিলা ও আশপাশের এলাকা থেকে ক্যামেরায় ধারণ করা রেমা ফুলের সৌন্দর্য:

১ / ৯
টিলা আর ঝোপঝাড়জুড়ে মাথা তুলে দাঁড়িয়ে আছে রেমা ফুল
২ / ৯
বিমানবন্দরের ভবন ও রানওয়ের খানিক দূরে রেমা ফুল ফুটে আছে
৩ / ৯
বিমানবন্দরের সীমানাপ্রাচীরের ভেতর বিস্তীর্ণ এলাকাজুড়ে রেমা ফুল
৪ / ৯
রেমা ফুলের পাশ ঘেঁষে রানওয়েতে ছুটছে উড়োজাহাজ
৫ / ৯
এই ফুল দিয়ে তৈরি ঝাড়ুর ব্যাপক চাহিদা রয়েছে
৬ / ৯
টিলাজুড়ে সাদা রেমা ফুলের নয়নাভিরাম দৃশ্য
৭ / ৯
সূর্যের আলোয় যেন আরও মনোলোভা রেমা ফুল
৮ / ৯
লম্বাটে এই ফুলগুলো দিয়ে তৈরি হয় ঝাড়ু
৯ / ৯
নীল আকাশের ক্যানভাসে যেন রেমা ফুলের ছবি আঁকা