হাওরে শিশু-কিশোরদের দুরন্তপনা

পাঁচ–ছয় মাস শুষ্ক থাকার পর বর্ষায় নতুন পানিতে যেন প্রাণ ফিরে পায় হাওরগুলো। প্রকৃতিতে যোগ করে ভিন্ন রকম এক সৌন্দর্য। এ সময় হাওরে স্রোত থাকে একটু বেশি। তবে হাওরপাড়ের শিশু-কিশোরেরা স্রোতের তোয়াক্কা না করে বিস্তীর্ণ জলরাশিতে দুরন্তপনায় মেতে ওঠে। সিলেট সদরের বাউয়ারকান্দি হাওরে এক আষাঢ়ের দুপুরে তেমনি একদল শিশু–কিশোরের দেখা মিলল।

১ / ৯
বর্ষার পানিতে টইটম্বুর হাওরে একে একে লাফিয়ে পড়ছে শিশুর দল।
২ / ৯
কালভার্ট থেকে কেউ লাফ দিয়েছে, কেউ নিচ্ছে লাফানোর প্রস্তুতি।
৩ / ৯
যে যার মতো করে দুরন্তপনায় মেতে উঠেছে।
৪ / ৯
পানিতে লাফ দিচ্ছে একজন। আরেকজন পানিতে ভেসে আছে।
৫ / ৯
হাওরপাড়ের শিশুদের দুরন্তপনা ঠিক এমনই।
৬ / ৯
এবার উড়ন্ত পাখির মতো পানিতে পড়ছে এক শিশু।
৭ / ৯
পানিতে লাফানোর জন্য কিছুটা কৌশলী হতে হয়।
৮ / ৯
উল্টো হয়ে লাফিয়ে নিজের দক্ষতা দেখাচ্ছে এই শিশু।
৯ / ৯
লাফানোর পর সাঁতার কেটে পাড়ের দিকে আসছে দুজন।