ঢাকায় ঝড়-শিলা বৃষ্টি

দিনভর তাপমাত্রা ওঠানামা করলেও রোববার সন্ধ্যার পর তাপমাত্রা কমে আসে। রাত নয়টার পর বাতাস বাড়তে শুরু করে। রাত ১০টার দিকে ঝড়ো বাতাসসহ শিলা বৃষ্টি হয়। ঝোড়ো বাতাসে সড়কে গাছ ভেঙে পড়ে। বেশ কিছুক্ষণের এই বৃষ্টিতে পানি জমে যায় কোথাও কোথাও। রোববার রাতে ছবিগুলো তোলা।

১ / ৭
রাস্তায় পানি জমে যায়, কারওয়ানবাজার।
২ / ৭
পানি জমা সড়ক দিয়ে চলছে যানবাহন, কারওয়ানবাজার।
৩ / ৭
গাছে ভেঙে পড়েছে সড়কে, মানিক মিয়া অ্যাভিনিউ।
৪ / ৭
সড়কে গাছে ভেঙে পড়ায় যানবাহন চলছে ঝুঁকি নিয়ে, মানিক মিয়া অ্যাভিনিউ
৫ / ৭
বৃষ্টিভেজা সড়কে যানবাহনের আলো পড়েছে, মিরপুর রোড
৬ / ৭
পানি জমেছে সড়কে, মানিক মিয়া অ্যাভিনিউ
৭ / ৭
পানি জমেছে সেচ ভবনের সামনে, মানিক মিয়া অ্যাভিনিউ