শীত-কুয়াশায় বোরো ধান রোপণ

রংপুরে কয়েক দিন ধরে তীব্র শীত আর কুয়াশায় জনজীবনে একধরনের স্থবিরতা ও অস্বস্তি দেখা দিয়েছে। এর মধ্যেই শুরু হয়েছে বোরো ধানের চারা রোপণের মৌসুম। মাঠঘাটে কৃষক ও কৃষিশ্রমিকদের তাই বেশ কষ্ট করে কাজ করতে হচ্ছে। বৈরী আবহাওয়ায় কৃষকের বোরো ধানের চারা রোপণ নিয়ে আজকের ছবির গল্প। ছবিগুলো রংপুর শহরতলির বত্তরবিল এলাকা থেকে তোলা:

১ / ১০
ঘন কুয়াশায় বোরো ধানের জমিতে কাজ করতে যাচ্ছেন এক চাষি
২ / ১০
দল বেঁধে ধানের চারা মাথায় বয়ে দূরের জমিতে যাচ্ছেন কৃষিশ্রমিকেরা
৩ / ১০
জমিতে রোপণের জন্য ধানের চারা নিয়ে যাচ্ছেন একজন
৪ / ১০
সেচের পানি দিয়ে নরম করা হচ্ছে বোরো ধান চাষের জমি
৫ / ১০
পানি দেওয়ার পর শ্যালো মেশিনচালিত লাঙল দিয়ে করা হচ্ছে জমি চাষ
৬ / ১০
তীব্র শীতের মধ্যে পানিতে নেমে চারা রোপণ করছেন চাষিরা
৭ / ১০
ঘন কুয়াশা ও হাড়কাঁপানো ঠান্ডায় জমি সমান করার কাজ করছেন দুই কৃষক
৮ / ১০
কুয়াশাঢাকা সকালে শিশিরে সিক্ত চারা তুলছেন কৃষক
৯ / ১০
কনকনে শীতেও বীজতলায় ধানের চারা তুলতে এসেছে পুরো পরিবার
১০ / ১০
কচি ধানের চারায় ভরে ওঠা খেত