শ্রম-ঘাম-সংগ্রামের জীবন

আজ ১ মে, মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। দিবসটি উপলক্ষে বাংলাদেশের শ্রমজীবী মানুষের শ্রম-ঘাম-সংগ্রামের জীবন নিয়ে এবারের ছবির গল্প।

১ / ৯
প্রচণ্ড গরমের মধ্যে ডকইয়ার্ডে কাজ করছেন এক শ্রমিক। কেরানীগঞ্জ, ঢাকা।
ছবি: শুভ্র কান্তি দাশ
২ / ৯
তীব্র রোদের মধ্যে ইটভাটায় কাজ করছেন একদল শ্রমিক। লঞ্চঘাট, বাংলাবাজার, পাবনা
ছবি: হাসান মাহমুদ
৩ / ৯
মাথায় কয়লা তুলছেন শ্রমিকেরা। লঞ্চঘাট, বাংলাবাজার, পাবনা
ছবি: হাসান মাহমুদ
৪ / ৯
জাহাজ মেরামতের কাজ করতে গিয়ে ঘামে ভিজে গেছেন শ্রমিক। দুই নম্বর কাস্টমঘাট, খুলনা
ছবি: সাদ্দাম হোসেন
৫ / ৯
হাতুড়ি দিয়ে ইট ভাঙছেন এক শ্রমিক। দপদপিয়া সেতু এলাকা, বরিশাল।
ছবি: সাইয়ান
৬ / ৯
প্রখর রোদের মধ্যে পিকআপে করে ডেকোরেটরের মালামাল নিয়ে ঝুঁকিপূর্ণভাবে গন্তব্যে যাচ্ছেন একদল শ্রমিক। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, দাউদকান্দি, কুমিল্লা
ছবি: আবদুর রহমান
৭ / ৯
বাড়ির উঠানে তাফালে জ্বাল দিয়ে ঝোলা গুড় তৈরি করছেন দুই নারী। ভোজের ডাঙ্গি এলাকা, ফরিদপুর
ছবি: আলীমুজ্জামান
৮ / ৯
প্রখর রোদে জাহাজ মেরামত কারখানার কাজ করছেন এক নারী শ্রমিক। দুই নম্বর কাস্টমঘাট, খুলনা
ছবি: সাদ্দাম হোসেন
৯ / ৯
জাহাজ নির্মাণের নানা ধরনের যন্ত্রপাতি তৈরির জন্য কারখানায় লোহা গলানোর কাজ করছেন শ্রমিকেরা। কেরানীগঞ্জ ডকইয়ার্ড, ঢাকা
ছবি: আশরাফুল আলম