নজরুলের স্মৃতিবিজড়িত কুমিল্লা

কবি কাজী নজরুল ইসলামের অনেক স্মৃতি রয়েছে কুমিল্লায়। ১৯২১ সালের এপ্রিল মাসে প্রথমবারের মতো কুমিল্লায় এসেছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। এরপর বিভিন্ন সময় তিনি কুমিল্লায় এসেছেন। এখানে বসেই সৃষ্টিশীল নানা গান ও কবিতা লিখেছেন। কবির ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার থেকে কুমিল্লায় তিন দিনব্যাপী কর্মসূচি শুরু হয়েছে।

১ / ৯
কুমিল্লার মুরাদনগর উপজেলার দৌলতপুর গ্রামে যাওয়ার পথে নজরুল তোরণ।
২ / ৯
দৌলতপুর গ্রামের এই ঘরে থাকতেন কবি কাজী নজরুল ইসলাম।
৩ / ৯
এই খাটে রাতে ঘুমাতেন কবি নজরুল।
৪ / ৯
এই আমতলায় নজরুল বাঁশি বাজাতেন। লিখতেন কবিতা।
৫ / ৯
এই পুকুরপাড়ে কবি গোসল করতেন এবং সাঁতার কাটতেন
৬ / ৯
দৌলতপুর গ্রামে কবির স্মরণে প্রস্তুত করা হয় কবি নজরুল মঞ্চ। সেখানে প্রতিবছর জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন অনুষ্ঠান হয়
৭ / ৯
কুমিল্লা নগরের নগর উদ্যানের পাশে ২০১৩ সালের ২০ এপ্রিল প্রতিষ্ঠিত হয় কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্র
৮ / ৯
কাজী নজরুল ইসলাম প্রতিদিনই এখানে বসে কলেজপড়ুয়া তরুণদের নিয়ে কবিতা ও গানের আসর জমাতেন
৯ / ৯
এই গলির শেষ মাথায় ছিল প্রমীলা দেবীর বাড়ি। এখন বাড়ি না থাকলেও রাস্তার পাশে রয়েছে নজরুলের নামের একটি ফলক