১ / ৯
কুমিল্লার মুরাদনগর উপজেলার দৌলতপুর গ্রামে যাওয়ার পথে নজরুল তোরণ।
২ / ৯
দৌলতপুর গ্রামের এই ঘরে থাকতেন কবি কাজী নজরুল ইসলাম।
৩ / ৯
এই খাটে রাতে ঘুমাতেন কবি নজরুল।
৪ / ৯
এই আমতলায় নজরুল বাঁশি বাজাতেন। লিখতেন কবিতা।
৫ / ৯
এই পুকুরপাড়ে কবি গোসল করতেন এবং সাঁতার কাটতেন
৬ / ৯
দৌলতপুর গ্রামে কবির স্মরণে প্রস্তুত করা হয় কবি নজরুল মঞ্চ। সেখানে প্রতিবছর জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন অনুষ্ঠান হয়
৭ / ৯
কুমিল্লা নগরের নগর উদ্যানের পাশে ২০১৩ সালের ২০ এপ্রিল প্রতিষ্ঠিত হয় কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্র
৮ / ৯
কাজী নজরুল ইসলাম প্রতিদিনই এখানে বসে কলেজপড়ুয়া তরুণদের নিয়ে কবিতা ও গানের আসর জমাতেন
৯ / ৯
এই গলির শেষ মাথায় ছিল প্রমীলা দেবীর বাড়ি। এখন বাড়ি না থাকলেও রাস্তার পাশে রয়েছে নজরুলের নামের একটি ফলক