ভোরবেলায় এডওয়ার্ড পার্কে

ব্রিটিশ শাসনামলে বগুড়া শহরের কেন্দ্র সাতমাথার কাছে শহর ও আশপাশের বাসিন্দাদের অবকাশ ও বিনোদনের জন্য এডওয়ার্ড পার্ক গড়ে তোলা হয়। ব্রিটিশ রাজা সপ্তম এডওয়ার্ডের নামে এই পার্কের নামকরণ হয় ‘এডওয়ার্ড পার্ক’। কাকডাকা ভোর থেকেই শহরের বহু মানুষ প্রাতর্ভ্রমণের জন্য এ পার্কে আসেন; হাঁটেন ও শরীরচর্চা করেন। এ জন্য এখানে কয়েকটি ব্যায়ামের সংগঠন গড়ে উঠেছে। ভোরবেলায় এডওয়ার্ড পার্কের ছবিগুলো সম্প্রতি তোলা—

১ / ১০
পার্কে রয়েছে রাজা সপ্তম এডওয়ার্ডের আবক্ষ প্রতিকৃতি।
২ / ১০
কুয়াশাভেজা ভোরে পার্কে দল বেঁধে ব্যায়াম করেন অনেকেই।
৩ / ১০
পার্কে প্রাতর্ভ্রমণে বেরিয়েছেন নারীরা।
৪ / ১০
শীতের ভোরে পার্কের আনন্দ সরোবর ঘাটে জবুথবু হয়ে বসে আছে পাখিটি।
৫ / ১০
পার্কে বসে সংবাদপত্র পড়ছেন এক ব্যক্তি।
৬ / ১০
শীতের সকালে পার্কের গাছে বসে আছে একটি রঙিন পাখি।
৭ / ১০
প্রাতর্ভ্রমণে পার্কে এসে ব্যায়াম করছেন একজন।
৮ / ১০
পার্ক ঘিরে গড়ে উঠেছে ‘ব্যায়াম সংঘ’ নামের একটি সংগঠন। ভোরে পার্কে এসে ব্যায়াম করছেন সেই সংগঠনের এক সদস্য।
৯ / ১০
পার্কে দৌড়ানোর জন্য রয়েছে প্রশস্ত জায়গা।
১০ / ১০
কুয়াশাভেজা ভোরে পার্কে এসেছেন দুই তরুণ।