পলো বাওয়া উৎসব

শুষ্ক মৌসুমে হাওর ও বিলের পানি শুকিয়ে আসে। গ্রামের মানুষ তখন দল বেঁধে পলো ও ঠেলা জাল দিয়ে মাছ ধরার উৎসবে মেতে ওঠে। তবে এবার শুষ্ক মৌসুম শুরুর আগেই সিলেটের বিশ্বনাথ উপজেলার গোয়াহরি বিলে হয়ে গেল পলো বাওয়া উৎসব। এতে মাছও ধরা পড়েছে প্রচুর। এটি গোয়াহরি গ্রামের প্রায় ২০০ বছরের ঐতিহ্য।

১ / ৯
সবাই মিলে বিলে নেমে পলো ও জাল হাতে মাছ ধরছেন
২ / ৯
পলো হাতে চলছে মাছ ধরা
৩ / ৯
এক হাতে মাছ আরেক হাতে পলো
৪ / ৯
মাছ ধরা শেষে বিল থেকে উঠে আসছেন এক তরুণ।
৫ / ৯
এবার মাছও ধরা পড়েছে বেশ
৬ / ৯
মাছ ধরে মালার মতো গেঁথেছেন দুই তরুণ
৭ / ৯
মাছ ধরতে পেরে বেজায় খুশি
৮ / ৯
মাছ ধরা শেষ। এবার বাড়ি ফেরার পালা
৯ / ৯
নানা প্রজাতির মাছ ধরে সেগুলো রশিতে গেঁথে তৈরি করা হয়েছে মালা