গরমে হাসপাতালে শিশু রোগী বাড়ছে

দেশজুড়ে চলছে তাপপ্রবাহ। প্রচণ্ড গরমে বিপর্যস্ত জনজীবন। হাসপাতালগুলোর শিশুস্বাস্থ্য বিভাগে প্রতিনিয়ত বাড়ছে রোগী। বেশির ভাগ শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে জ্বর, শ্বাসকষ্ট ও ডায়রিয়া নিয়ে। অনেক শয্যায় রাখা হয়েছে একাধিক শিশুকে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশুস্বাস্থ্য বিভাগ থেকে ছবিগুলো তুলেছেন জুয়েল শীল

১ / ৯
হাসপাতালের শিশুস্বাস্থ্য বিভাগের সামনের বারান্দায় রোগীর স্বজনেরা ঘুমিয়ে আছেন।
২ / ৯
মো. রুবেলের এক শিশুসন্তান হাসপাতালে ভর্তি। আরেক সন্তানকে নিয়ে হাসপাতালের বারান্দায় ঘুমিয়ে আছেন তিনি।
৩ / ৯
নিউমোনিয়ায় আক্রান্ত এক শিশুকে নেবুলাইজ করা হচ্ছে।
৪ / ৯
বাড়ছে রোগী। তাই এক শয্যায় একাধিক শিশুকে রাখা হচ্ছে।
৫ / ৯
এক সপ্তাহ ধরে শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি পাঁচ বছরের নুহাদ।
৬ / ৯
অসুস্থ সন্তানকে শান্ত করার চেষ্টা মায়ের।
৭ / ৯
জ্বরে আক্রান্ত ধ্রুব দাশের কপালে জলপট্টি দিচ্ছেন বাবা সোম্য নাথ দাশ।
৮ / ৯
হাতপাখা দিয়ে সন্তানকে বাতাস করছেন মা।
৯ / ৯
ঘুমপাড়ানোর জন্য অসুস্থ ভাইপোকে কোলে নিয়ে হাঁটাহাঁটি।