মেহেদিরাঙা হাত
ঈদে হাতে মেহেদি না দিলে কি চলে? ঈদের কেনাকাটা শেষে তাই অনেকেই ছুটছেন হাতে মেহেদি দিতে। নিজেকে একটু ভিন্নভাবে উপস্থাপন করতে নানা নকশায় মেহেদির রঙে হাত সাজাচ্ছেন তাঁরা। মেহেদি-সাজের চাহিদার কথা মাথায় রেখে পারলার ও বিভিন্ন মার্কেট মেহেদি দেওয়ার আয়োজন করা হয়েছে। পারলারের পাশাপাশি বিভিন্ন সংগঠন ও মেহেদি শিল্পীরা আয়োজন করেছেন ‘মেহেদি ফেস্টিভ্যাল’। নকশাভেদে প্যাকেজের দাম ৪০০ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত। চট্টগ্রাম নগরের খুলশী মার্টে প্রাইম লুক’স অব হেনা আয়োজন করেছে এমন একটি উৎসব। যেখানে প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৩টা পর্যন্ত রাঙানো হচ্ছে বিভিন্ন বয়সের মেয়েদের হাত। ছবিগুলো বেলা ১টায় তোলা।
১ / ১২
২ / ১২
৩ / ১২
৪ / ১২
৫ / ১২
৬ / ১২
৭ / ১২
৮ / ১২
৯ / ১২
১০ / ১২
১১ / ১২
১২ / ১২