ছবির গল্প-বাংলার সোনালি আঁশ পাট

দেশে–বিদেশে পাটের চাহিদা রয়েছে। বিশ্বের অন্যান্য অঞ্চলের চেয়ে বাংলাদেশে ভালো মানের পাট জন্মে। বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে পাট কাটা, আঁশ ছড়ানো ও বিক্রি নিয়ে বাংলার সোনালি আঁশ পাট নিয়ে ছবির গল্প:

১ / ৯
খেত থেকে পুষ্ট পাট কাটায় ব্যস্ত এক কৃষক
২ / ৯
যমুনা নদীতে জাগ দেওয়া পাটের আঁশ ছড়ানোয় ব্যস্ত কিষান–কিষানি
৩ / ৯
পাটকাঠি শুকাতে দিচ্ছেন এক নারী
৪ / ৯
নদীর তীরে পাটকাঠি রাখছেন এক কৃষক
৫ / ৯
পাট শুকাতে দিচ্ছেন এক কৃষক
৬ / ৯
নদীপথে আসছে পাট
৭ / ৯
বগুড়ার সবচেয়ে বেশি পাটের আবাদ হয় সারিয়াকান্দি উপজেলায়
৮ / ৯
নদীপথে আসা পাট বিক্রির জন্য নিয়ে আসা হচ্ছে
৯ / ৯
বৃষ্টি থেকে পাট রক্ষায় প্লাস্টিক দিয়ে ঢেকে পাট গুদামে নেওয়া হচ্ছে