পোস্তার চামড়ার আড়ত

পুরান ঢাকার লালবাগের পোস্তার আড়তগুলো কাঁচা চামড়া প্রক্রিয়াজাতকরণের অন্যতম বড় জায়গা। এখানে বড় ও মাঝারি গরুর কাঁচা চামড়া ৭০০ থেকে সর্বোচ্চ ৯০০ টাকায় বিক্রি হয়েছে। আর যেসব গরুর চামড়া আকারে তুলনামূলক ছোট ও মান কিছুটা খারাপ, সেগুলো ৬০০ থেকে ৬৫০ টাকায় বিক্রি হয়েছে। ঈদের পরদিন সকালের চিত্র নিয়ে এই ছবির গল্প।

১ / ৮
আড়তে কোরবানির চামড়া সংগ্রহের জন্য লবণ দিয়ে রাখছেন শ্রমিকেরা।
২ / ৮
ঈদের পরদিন সকাল থেকেই পোস্তায় কাঁচা চামড়া আসতে শুরু করে।
৩ / ৮
মৌসুমি ব্যবসায়ীরা ট্রাক, ভ্যান ও রিকশায় করে কাঁচা চামড়া নিয়ে আসেন।
৪ / ৮
আড়তদারেরা সেই চামড়া দরদাম করে কেনেন।
৫ / ৮
অটোরিকশা থেকে নামানো হচ্ছে কাঁচা চামড়া।
৬ / ৮
মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধিরা ভ্যানে করে কাঁচা চামড়া পোস্তায় নিয়ে আসেন।
৭ / ৮
আড়তদারেরা চামড়া কেনার সময় দেখে বুঝে নিচ্ছেন।
৮ / ৮
মৌসুমি ব্যবসায়ীদের কাছ থেকে কাঁচা চামড়া কেনার পর আড়তে সেই চামড়ায় লবণ দিয়ে সংরক্ষণের কাজটি করেন শ্রমিকেরা।