হাজার কণ্ঠে বর্ষবরণ

চ্যানেল আই ও সুরের ধারার উদ্যোগে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে হাজার কণ্ঠে বর্ষবরণ ১৪৩১ আয়োজন করা হয়। অনুষ্ঠানটি নিবেদন করে বিকাশ, পাওয়ার্ড বাই বার্জার ও সহযোগিতায় ছিল সানসিল্ক। সকাল সাড়ে ছয়টার দিকে শুরু হয় অনুষ্ঠান। একক সংগীত, সমবেত সংগীত ও কবিতা আবৃত্তি পরিবেশন করা হয়। অনুষ্ঠান চলে সকাল সাড়ে নয়টা পর্যন্

১ / ১৩
শিশুদের সঙ্গে সংগীত পরিবেশনা করছেন রেজওয়ানা চৌধুরী বন্যা।
২ / ১৩
শিশু শিল্পীরা দাঁড়িয়েছে সামনের সারিতে।
৩ / ১৩
সাতটি সারিতে সংগীত পরিবেশন করছেন শিল্পীরা।
৪ / ১৩
সমবেত কণ্ঠে সংগীত পরিবেশনা।
৫ / ১৩
সংগীত পরিবেশনার একটি মুহূর্ত।
৬ / ১৩
অনুষ্ঠানের একপর্যায়ে আয়োজক ও পৃষ্ঠপোষকেরা মঞ্চে ওঠেন। কথা বলছেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী।
৭ / ১৩
সংগীত পরিবেশনায় আবার আসেন রেজওয়ানা চৌধুরী বন্যা।
৮ / ১৩
অনুষ্ঠানে আসা অতিথিদের একাংশ।
৯ / ১৩
আবৃত্তি পরিবেশনায় ভাস্বর বন্দ্যোপাধ্যায়।
১০ / ১৩
একক সংগীত পরিবেশনায় রফিকুল আলম।
১১ / ১৩
একক সংগীত পরিবেশনায় শাহীন সামাদ।
১২ / ১৩
প্রখর রোদ থেকে বাঁচতে ছাতা মাথায় বসেছেন কেউ কেউ।
১৩ / ১৩
একক সংগীত পরিবেশনায় ফরিদা পারভিন।