বড় হরিণার জীবনছবি

রাঙামাটির বরকল উপজেলার একটি ইউনিয়ন ‘বড় হরিণা’। এই পাহাড়ি জনপদে পৌঁছাতে পাড়ি দিতে হয় দীর্ঘ জলপথ। দুর্গম পাহাড় আর রুপালি গাঙের কোল ঘেঁষে গড়ে ওঠা এ জনপদের জীবনধারা শান্ত, তবে সংগ্রামী। এখানকার মানুষের শীতের কুয়াশাভেজা ভোর থেকে দিনান্তের কর্মব্যস্ততা, সেই সঙ্গে প্রাত্যহিক জীবনে মাটির কাছাকাছি বেঁচে থাকার জীবনধারা নিয়ে এই ছবির গল্প। ছবিগুলো সম্প্রতি তোলা—

১ / ৯
কুয়াশাভেজা ভোরে দূরের কুয়া থেকে কলসি ভরে  পানি আনতে হয়
২ / ৯
জুমের সবজি বিক্রি করতে নৌপথে যাত্রা
৩ / ৯
সবজিখেতে নিত্যদিনের কাজ
৪ / ৯
পাহাড়ি ছড়া পারাপারে ভরসা বাঁশের সাঁকো
৫ / ৯
পাহাড়ের ঢালে ধানখেতে কাজে ব্যস্ত একজন
৬ / ৯
শীতের সকালে আগুন পোহাচ্ছেন তাঁরা। সঙ্গে আছে পোষা কুকুরটিও।
৭ / ৯
চলছে রান্নার আয়োজন
৮ / ৯
বাঁশের ঝুড়ি ‘মেজাং’ বুনছেন তিনি
৯ / ৯
নৌকায় চেপে বাজার থেকে বাড়ি ফেরা