মিথ্যা, মাদক ও মুখস্থকে না বলার অঙ্গীকার বিতার্কিকদের

চট্টগ্রামে পুষ্টি-প্রথম আলো স্কুল আঞ্চলিক বিতর্ক উৎসবের দুই দিনব্যাপী আয়োজনের শেষ দিন ছিল গতকাল শনিবার। গতকাল চট্টগ্রাম দক্ষিণের ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৮০ শিক্ষার্থী বিতর্ক উৎসবে অংশ নিয়েছে। চট্টগ্রাম নগরের জেলা শিল্পকলা একাডেমিতে এই উৎসব আয়োজিত হয়। প্রথম দিন উত্তরের আরও ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৮০ শিক্ষার্থী বিতর্ক উৎসবে অংশ নেয়।

১ / ১২
বিতর্ক উৎসবের দ্বিতীয় পর্বের উদ্বোধন করছেন অতিথিরা
২ / ১২
হাত তুলে মিথ্যা, মাদক ও মুখস্থকে না বলছে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা
৩ / ১২
পক্ষে-বিপক্ষে শিক্ষার্থীদের মধ্যে চলছে বিতর্ক
৪ / ১২
বিতর্কের নির্ধারিত বিষয়ের পক্ষে নিজেদের যুক্তি উপস্থাপন করছে এই শিক্ষার্থী
৫ / ১২
দর্শক সারিতে বসে শিক্ষার্থী ও অভিভাবকেরা
৬ / ১২
দর্শক সারিতে বসে গরমে চার্জার ফ্যানের বাতাসে স্বস্তি পাওয়ার চেষ্টা এই শিক্ষার্থীর
৭ / ১২
বিতর্কের জন্য দলগতভাবে প্রস্তুতি নিচ্ছে চার শিক্ষার্থী
৮ / ১২
বিতর্ক উৎসবে কুইজের উত্তর লিখতে ব্যস্ত শিক্ষার্থীরা
৯ / ১২
মুঠোফোনে তথ্য সংগ্রহ করার চেষ্টায় দুই শিক্ষার্থী
১০ / ১২
বিতর্ক শুরুর আগে শিক্ষার্থীদের নির্দেশনা দিচ্ছেন শিক্ষক
১১ / ১২
বিতর্ক উৎসবে প্রথমার স্টলে বই বই দেখছে শিক্ষার্থীরা
১২ / ১২
বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে অতিথিরা