সমরাস্ত্র প্রদর্শনী

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদ্‌যাপনের অংশ হিসেবে জাতীয় প্যারেড স্কয়ারে চলছে সমরাস্ত্র প্রদর্শনী। সাত দিনের সমরাস্ত্র প্রদর্শনীতে বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর বিভিন্ন ধরনের সমরাস্ত্র জনসাধারণের প্রদর্শনের জন্য রাখা হয়েছে। উন্মুক্ত এই প্রদর্শনী চলবে ৩০ মার্চ পর্যন্ত। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ প্রদর্শনী চলছে। গতকাল বুধবার সমরাস্ত্র প্রদর্শনীর তোলা কিছু ছবি দিয়ে ছবির গল্প।

১ / ১১
সমরাস্ত্র প্রদর্শনীতে বাহিনীর ব্যবহার করা গোলাবারুদ দেখাচ্ছে।
২ / ১১
প্রদর্শনীতে রাখা হয়েছে মর্টার শেল।
৩ / ১১
সমরাস্ত্র প্রদর্শনীতে যুদ্ধাস্ত্র।
৪ / ১১
সশস্ত্র বাহিনীর ব্যবহৃত সমরাস্ত্র দেখতে দর্শনার্থীদের ভিড়।
৫ / ১১
প্রদর্শনীতে সাজানো আছে বিভিন্ন ধরনের রাইফেল।
৬ / ১১
প্রদর্শনীতে জেল বুস্টার গান দিয়ে প্রতীকী শত্রুকে গুলি করার সুযোগ।
৭ / ১১
স্টল ঘুরে দেখছেন প্রদর্শনীতে আশা দর্শনার্থীরা।
৮ / ১১
মাটির নিচে স্থাপন করা কমান্ড পোস্ট ঘুরে দেখছেন দর্শনার্থীরা।
৯ / ১১
প্রদর্শনীতে রাখা আছে বিভিন্ন সাঁজোয়া যান।
১০ / ১১
আর্মি এভিয়েশন স্টলে রাখা আছে বিশাল আকারের ড্রোন।
১১ / ১১
প্রদর্শনীতে আশা দর্শনার্থীদের জন্য আছে উড়োজাহাজের ককপিটে বসার সুযোগ।