গ্রীষ্মকালীন ফল সাম্মাম

মরুর ফল সাম্মাম। সাম্মাম গ্রীষ্মকালীন ফল। এই ফল খেতে মিষ্টি, সুস্বাদু ও সুগন্ধযুক্ত। একটি সাম্মাম এক থেকে আড়াই কেজি পর্যন্ত ওজনের হয়। বগুড়ার গাবতলী উপজেলার মধ্যকাতুলী গ্রামে এই সাম্মাম ফল চাষ করেছেন রাশেদুল মোর্শেদ। এ বছর পরীক্ষামূলকভাবে অল্প জমিতে সাম্মাম চাষ করেছেন তিনি। তাঁর খেতে ১ হাজার ২০০ চারা রয়েছে।

১ / ১০
প্রায় ২০ শতাংশ জমিতে চাষ করা হয়েছে সাম্মাম ফল।
২ / ১০
যেসব গাছে ফল এসেছে, সেগুলো পরখ করছেন রাশেদুল মোর্শেদ। প্রতিটি চারায় দুটি থেকে তিনটি ফল হয়।
৩ / ১০
জমিতে পোকা দমনে ব্যবহার করছেন বিষমুক্ত জৈব বালাই নাশক।
৪ / ১০
গাছে ধরেছে ফুল। চারা রোপণের মাস খানেকের মধ্যে ফল আসে।
৫ / ১০
বাড়ন্ত ফল পুষ্ট হয়েছে কি না তা পরখ করা হচ্ছে।
৬ / ১০
খেত থেকে তোলা পুষ্ট সাম্মাম ফল দেখে আনন্দিত কৃষি উদ্যোক্তা রাশেদুল মোর্শেদ ।
৭ / ১০
বিক্রির জন্য বাড়ির উঠানে ফল মেপে নিচ্ছেন এক কৃষক।
৮ / ১০
রাজধানীতে বিক্রির জন্য বস্তায় ভরা হচ্ছে সাম্মাম ফল। প্রতিটি ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।
৯ / ১০
খাওয়ার জন্য ফলটি কেটে দেখাচ্ছেন এক শ্রমিক।
১০ / ১০
সাম্মাম ফলের প্রথম স্বাদ নিচ্ছেন দুই কৃষক।